আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
185 views
in পবিত্রতা (Purity) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম

প্লাস্টিকের মগে নাপাক পানি লাগলে, সেটা বাতাসে সম্পূর্ণ শুকিয়ে নেয়া হলো। এখন সেটায় পানি নিলে কি আর নাপাক হবে সেই পানি?

নাপাকীর ঘ্রাণ, বর্ণ কিছুই নেই

ব্যাপার টি হলো: বাথরুম থেকে আসার পরও সব সময়ই কয়েক ফোঁটা প্রস্রাব পড়তে থাকে, কিছু সময় দেখি আবার ব্যতিক্রম হয়, অর্থাৎ দেখা যায় না।

(সবসময়ই জায়গাটা ভিজা থাকে,

হাটাহাটি করলে বেশি হয়

আর বসে থাকলে একেবারেই কম, পানি কম খেলেও এমন)।

তো গোসলের সময় প্রস্রাব করার পর ভালোমত ধুয়ে পরিষ্কার হই, গোসল শুরু করে ৩/৪ মিনিট পর আবার গোসলের জায়গায় বসা অবস্থায় পানির ছিটা দেই শরীরে, সন্দেহ থেকে যে যদি আবার পেসাবের ফোঁটা পরে, তাহলে তো ওই গোসল দিয়ে ওযু হবে না। (আমি চাচ্ছিলাম ওই গোসল দিয়েই যেন ওযুর কাজ ও হয়ে যায়। তো গোসল করার জায়গাতে বসেই ছিটা দেই মগ দিয়ে। ) এখন আমি শরীরে পানিটা লেগে তো নিচে পড়ে, কিছু ফোঁটা মগে এসে লাগার কথা, যদিও মগ খুব দ্রুতই সরে যায়। সেই মগ আবার বালতিতে ডুবাই। এখন আমার সন্দেহ যে পুরো পানিটাই হয়তো নাপাক হয়ে গেছে তাই কিছু সময় পর পুনরায় গোসল করলাম এবং বাথরুমের মেঝে পরিষ্কার করতে হলো। কিন্তু মগটা রেখে দিয়েছিলাম সেটা পরে শুকিয়ে যায়। মাঝে একজন সেটা দিয়ে ওযু করেছে।
এখন এটা নিয়ে খুবই চিন্তিত এবং পেরেশান। তার শরীর নাপাক হয়ে গেল তো এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে । তার নামাজ ও হবে না।

এখন এতো অল্প পরিমাণ নাপাকি তে , যেটা পড়লে স্বাদ বর্ণ গন্ধ কিছুই পরিবর্তন হয় না এতে কি পানিতে সমস্যা হবে?

 অংশটি যোগ করা হয়েছ নতুন
by (2 points)
সবসময়ই জায়গায় ভিজা থাকে,
হাটাহাটি করলে বেশি হয়
আর বসে থাকলে একেবারেই কম

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না।
যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে,
আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ
ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ
ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃতৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না।[তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]

মুসলিম শরীফের সনদে বর্ণিত হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত হাদীস তার  উজ্জল দৃষ্টান্ত।
হাদীসটি এই,
রাসূলুল্লাহ সাঃ বলেন,যদি কারো তার পায়ুপথে কিছু বের হওয়ার সন্দেহ হয়।এবং উক্ত বের হওয়া না হওয়া নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।তাহলে সে যেন মসজিদ থেকে (অজু করার নিমিত্তে) বের না হয়,যতক্ষণ না সে বায়ুর আওয়াজ শুনছে বা এর দুর্গন্ধ তার নাকে আসছে।(আল-আশবাহ ওয়ান-নাযাইর;১/৪৭)............ এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/293

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাপাকি লেগেছে কি না? এটা নিশ্চিত কোনো বিষয়। আর নাপাকি লাগার নিশ্চয়তা ব্যতিত কখনো কাপড় বা শরীর নাপাক হয় না। সুতরাং আপনি নাপাকির সন্দেহ নিয়ে যেই প্রশ্ন করেছেন, সেই সন্দেহ দ্বারা পানি নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
হুযুর এতো টুকু একটু যোগ করা হয়েছে

সবসময়ই জায়গাটা ভিজা থাকে,
হাটাহাটি করলে বেশি হয়
আর বসে থাকলে একেবারেই কম


by (597,330 points)
ভিজা থাকলেও নাপাক হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 167 views
...