ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার বিস্তারিত বিবরণ পড়েছি।আপনার বিবরণটি পড়ার পর বুঝে শুনে জবাব দেয়ার চেষ্টা করছি,
(১)আপনার ঐ ভাবে বলার কারণে কোনো সমস্যা হবে না।
(২)
"'হাসবেন্ড যে বলল আমি মিথ্যাকথা বলি সে বলে নাই যে সে মিথ্যা কথা বলছে।আমি জানি সে একথা অই লোক টার বেপারে বলাই রাগ কইরা বলসে।"
সে যে বলল সে মিথ্যা কথা বলে, কোনো তালাক হবে না।
মনে রাখবেন, তালাকের মিথ্যা স্বীকারোক্তির দ্বারা বিশুদ্ধমতানুযায়ী কোনো প্রকার তালাক হয় না।
(৩)"সে আমাকে অনেক বার বুঝাইছে তার ছাড়ার বা তালাকের কোন নিয়ত ছিল না। সে একা একা কখনো কিছু বলে নাই। তারপরও শয়তানের ওয়াসওয়াসায় আমার খালি তার কথা বিশ্বাস হই না।"
এমন অবস্থায় হাসবেন্ডকে বিশ্বাস করে সংসার করলে কোনো সমস্যা হবে না।এমনকি হাজবেন্ডের উপর সন্দেহ করলে উল্টো জুলুমের গোনাহ হবে।
(৪)এক জনের বউয়ের জন্য তার মা বাসাই থাকতে পারে না।হাসবেন্ড যদি তার বন্ধুদের বলে যে আমার বউ এমন টা করলে আমি রিকসা ভাড়া দিয়া বলবো, তর যেখানে ভাল লাগে সেখানে যাইয়া থাক।এভাবে বলায় কিছু হবে না।
(৫) ওডিসি রোগের চিকিৎসা গ্রহণ করুন।আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।আল্লাহ আপনার উপর সহায় হোক।আমীন।