আসসালামুয়ালাইকুম শায়েখ,
১. ছোটো বেলায় কিছু হলে কসম কাটতে বলতো, তখন আমি সবার দেখা দেখি গলায় চিমটি কেটে বলতাম অন গড বলছি আমি এটা করিনি বা এটা আমি দেখিনি।
এই অন গলা তে চিমটি কেটে অন গড বলছি যখন অষ্টম বা নবম শ্রেণী তে পড়তাম। এর জন্য কি ঈমান চলে যাবে?
২...যখন হিন্দু দের পুজো হয় সেখানে বাজার বসে । সেই বাজারে গেলে বা পূজো দেখলে ( পুজোর দিক তাকালে) কি কাফের বা ঈমান চলে যায়?
৩. মনে মনে আখেরাত নিয়ে সন্দেহ হলে কি কাফের হয়ে যাবে?
আমি অনেক চেষ্টা করছি এই সব ভাবনা থেকে দূরে থাকার। আমি কিছু মুখে উচ্চরণ করছিনা। সন্দেহ হলেও দুর করে আখেরাত এর ভয় মনের মধ্যে নিয়ে আসছি। মনে হচ্ছে আখেরাত বলে কিছু নেই এমন ভাবনা আসছে।
আখেরাত নিয়ে মনের মধ্যে কিছু কিছু সময় এমন সন্দেহ হলে কি কাফের হয়ে যাবো? আসলে আমি এই গুলো কখনো মন থেকে মানিনা তাও সন্ধেয় চলে আসছে।। আল্লাহ ও তার রাসূল কে বিশ্বাস করি ও আখেরাত এ বিশাল বিশ্বাস নিয়ে বেছে আছি। আউমার বিশাল চিন্তা হয়েছিল এই বিষয় এ আমি এক জন এর কাছে জিজ্ঞাসা করেছিলাম বিষয় টা। তার জন্য কি কাফের হয়ে যাবো? আমার মনে এমন ভাবনা আসার জন্য কি কাফের হয়ে যাবো??? ঈমান চলে যাবে ?
৪. আমার একটা বন্ধু আছে ১বছর আগের ঘটনা, ওই বন্ধু জাই হতো না কেনো " মা কালী " কসম দিত,
যেমন - আমি যদি বলি টাকা দে, ও বলবে মা কালী একটা টাকা ও নেই।
আমি তাকে অনেক বার নিষেধ করেছি এমন বলিস না পাপ হবে।
এখন মনে হচ্ছে আমিও এক দুবার বলেছি , কিন্তু আমার বিশ্বাস আমি বলিনি।
না বুঝে না জেনে যদি আমার বলা হয়ে থাকে এর জন্য কি আমার ঈমান চলে যাবে??
৪.১. এখন জানি কসম কাটলে একমাত্র আল্লাহ র নামে কাটতে হয় , আগে তো জানতাম না তাই অনেক কসম কেটেছি না জেনে না বুঝে । আমি তৌবা করেছি এমন কাজ আর করবো না । এক্ষেত্রে কি আমি আল্লাহর কাছে মাফ পাবো ??
৫. গত কাল জুম্মার নামাজ পরতে যাবো ভেবে ছিলাম কিন্তু জর ও শরীর খারাপ এর জন্য যাওয়া হয়নি ।
তার আগে থেকে মনে হচ্ছিল যে ***আমি আজ নামাজ না পড়লে কাফের হয়ে যাবো ****
এটা সম্পূর্ণ মনের মধ্যে হচ্ছিলো , কিন্তু আমি তো যেতে পারিনি নামাজ পড়তে তাহলে কি আমি কাফের হয়ে যাবো ??
এই ঘটনা টা আমার বৌ কে বললাম , এর জন্য কি আমি কাফের হয়ে যাবো ? ঈমান চলে যাবে??
৬. হুজুর আমি জানি যে কুফরী কথা মনে মনে হলে ঈমান চলে যাবে না। আমি মনে মনে বললাম *আল্লাহ নেই* সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়লাম, ( উচ্চরণ করে) দিয়ে মনে হলো আমি কি উচ্চরণ করে বললাম আল্লাহ নেই , এই ভয় হতে লাগলো সঙ্গে সঙ্গে আবার আস্তাগিরুল্লাহ পড়লাম।
দিয়ে আমি কি আদো উচ্চরণ করেছি , সেটা বোঝার জন্য মনে মনে " আল্লাহ নেই" বললাম আর
উচ্চরণ করে আস্তাগফিরুল্লাহ পড়লাম । আমি বিশ্বাসী মহান আল্লাহ ও রাসূলের প্রতি। কিন্তু আমি বুঝতে পারছিনা উচ্চরণ হলো কি না মনে মনে ই বলেছি আস্তাগফিরুল্লাহ উচ্চরণ করেছি , তাও সন্দেহ হচ্ছে এই রকম ভাবে বলার জন্য কি ঈমান চলে যাবে কাফের হয়ে যাবো হুজুর??
৭...*****(
https://ifatwa.info/65732/ ) এই লিংক এর
৫ নম্বর ও ৬ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে ঈমান চলে যাবে না । আমি ২ দিন থেকে তৌবা করছি হুজুর , কালেমা ও পড়েছি । বিষয় হলো : বলা হয়েছে
*তবে সতর্কতামূলক তাওবাহ করে কালিমা পড়ে ঈমানকে নবায়ন করে নিবেন।*
আমি বুঝতে পারছিনা আমাকে আবার নতুন করে ঈমান আনার কথা বলা হয়েছে কেনো?
আমার ওয়াসওয়াসা আছে হুজুর, ভয় হচ্ছে এর কথা র মানে কি আমার ঈমান চলে গিয়েছে? তাই নতুন করে ঈমান আনতে বলছে?? একটু বুঝিয়ে বলবেন হুজুর।
৭.১ হুজুর আমাকে জানাবেন আমার ঈমান ও আমল সম্পূর্ণ ভাবে বজায় আছে?