ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু এই পিঠা উৎসবে ছেলেদের প্রবেশ নিষেধ। এবং এই প্রতিযোগিতায় ফিস নেই। বরং নিজ নিজ খরচে পিঠা বানিয়ে বিক্রি করা। এবং এই উৎসবের সম্ভবত কোনো দিন তারিখও নির্দিষ্ট নয়, তাই এখানে কোনো হারাম দেখা যাচ্ছে না। হ্যা, শিক্ষকরা সেখানে আসলে শিক্ষকদের সামনে অবশ্যই হিজাব পরিধান করতে হবে। এবং নামাযের সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। এমন হলে রুখসতযোগ্য হবে।
কিন্তু যদি এই উৎসবের দিন তারিখ নির্দিষ্ট থাকে, এভাবে যে, প্রতি বৎসর ঐ মাসের ঐ তারিখে এই উৎসব হবে, বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন প্রকার হারামে লিপ্ত হতে হয়, তাহলে এমন পিঠা উৎসবে অংশগ্রহণ করা কোনোমতেই জায়েয হবে না।
আল্লামা ইবনে উছাইমিন রহ: বলেন
ﻭﺍﻷﻋﻴﺎﺩ ﺍﻟﺸﺮﻋﻴﺔ ﻣﻌﺮﻭﻓﺔ ﻋﻨﺪ ﺃﻫﻞ ﺍﻹﺳﻼﻡ ، ﻭﻫﻲ ﻋﻴﺪ ﺍﻟﻔﻄﺮ، ﻭﻋﻴﺪ ﺍﻷﺿﺤﻰ ، ﻭﻋﻴﺪ ﺍﻷﺳﺒﻮﻉ ( ﻳﻮﻡ ﺍﻟﺠﻤﻌﺔ ) ﻭﻟﻴﺲ ﻓﻲ ﺍﻹﺳﻼﻡ ﺃﻋﻴﺎﺩ ﺳﻮﻯ ﻫﺬﻩ ﺍﻷﻋﻴﺎﺩ ﺍﻟﺜﻼﺛﺔ
শরীয়ত স্বীকৃত ঈদ হল তিনটা যা মুসলিমদের নিকট অতি সু-পরিচিত,এবং তা হল,ঈদুল আযহা,ঈদুল ফিতর,সাপ্তাহিক ঈদ (শুকুবার)এই তিন ঈদ ব্যতীত ইসলামে অন্যকোন ঈদ নেই
(মাজমু'উ ফাতাওয়া ইবনে ইছাইমিন,২/৩০১)