বিবাহের পূর্বে পাত্রীকে ঘরে দেখতে না এসে জানাশোনার জন্য পাত্র-পাত্রী কোনো অভিভাবক ছাড়া, অন্য কেউ যেমন বোন বান্ধবী, ছোট ভাইসহ রেস্টুরেন্টে দেখা সাক্ষাৎ করা কি জায়েজ হবে কি?
এক বোনের সাথে মা আসবে, কিন্তু ছেলে একা যাবে। তাই মা কে সাইডে রেখে ছেলে মেয়ে কথা বলবে,এটা ছেলের অস্বস্তিকর তাই ভাই বলল যে মা ব্যতিত, অন্য কাউকে সাথে আনলে ভালো হতো। উনি ইজি ফিল করতেন। এটাই ১ম মেয়ে দেখা তাই সরাসরি অভিভাবকের সাথে কথা না বলে, নিজেরা পাবলিক জায়গায় কথা বলে পছন্দ হলে পরিবার নিয়ে আগাবে না হলে এখানেই স্টপ। এটা কি শরিয়ত সম্মত??