আসসালামু আলাইকুম হুজুর,আমি একদিন আমার স্ত্রীকে বললাম, "ধরো যে আমি তোমাকে বললাম যে তুমি তালাক বা তোমাকে তালাক্ব দিলাম তাহলে তালাক্ব হবে,অন্যথায় কোন তালাক্ব হবে নাহ"
এই কথাটি আমি সেইমভাবেই কয়েকবার তাকে বলি এবং যতবারই বলছি ততবারই আমার মনে হচ্ছিলো যে আমি নিজেই আমার বউকে তালাক্ব দিচ্ছি, এতে কি তালাক হবে হুজুর??
২/ কেউ যদি তালাক্বের উদ্দেশ্য করে এবং তালাক্ব নিয়ত করে কিন্তু মৌখিকভাবে তার স্ত্রীকে এভাবে বলে যে, "যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি তালাক,বা তোমাকে তালাক দিয়ে দিয়েছি,তাহলে এটা তালাক্ব হবে এবং তুমি তালাক্ব হয়ে যাবা" এভাবে মনে একটা উদ্দেশ্য করে আর নিয়ত করে কিন্তু মুখে ভিন্নভাবে বললে কি স্ত্রী তালাক্ব হয়ে যাবে??
দয়া করে সমাধান দিন