আসসালামু আলাইকুম,
কোন স্বামী যদি বাবা-মা, খালা দের চাপে পরে কয়েক বছর (প্রায় ৫ বছর) স্ত্রীর কোন খবর না রাখে, ইমেইল বা ফোন এ যোগাযোগ হয়, কয়েকবার বাইরে দেখা হয়; এই সময়ে ছেলে ভরণপোষণ ও দেয়নি।
ঐ স্বামীর খালা-মা যদি মেয়ের পরিবার কে বলতে থাকে "ছাড়েন না কেন (তালাক দেন না কেন), আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো আর না দিলেও এত বছর যোগাযোগ নাই, তাই তালাক হয়ে গেছে" (আবার অন্য জায়গায় বিয়ে দিলে অনেক যৌতুক পাবে, কয়েক তলা বাড়ির মালিক হবে তাদের ছেলে এই তাদের ধারনা), সে অবস্থায় ঐ মেয়ে কাবিননামায় তালাক দেয়ার অধিকার এর উপর নিরভর করে কাজী অফিস এ যেয়ে তালাক এর প্রচলিত নিয়ম অনুযায়ী তালাক নোটিশ পাঠিয়ে দেয় (কাজী অফিস এ মেয়ের আঙ্গুল এর ছাপ নেয়া হয়, যদিও মুখে মেয়ে এখনও তালাক দেয়ার ব্যাপারে কিছু বলেনাই, মনে মনে চিন্তা করে রেখেছে, পরে বলবে যদি ৯০ দিনেও ছেলে/স্বামী নিতে না আসে, আবার কখনও মনে মনে চিন্তা করেছে না আসলেও বলবেনা, ছেলেও মুখে তালাক বলেনাই, তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে, ছেলে আসেও নাই (আসতে দেয়া হবেনা ধরে নেয়া যায়)। ৯০দিন এর বেশি হয়ে গিয়েছে, এতে কি তালাক হয়ে গিয়েছে?
সিটি কর্পোরেশন এ গিয়ে তালাক হয়ে যাওয়ার সনদ আনতে বলেছে, যদি এই সময়ে মীমাংসা না হয়, বা, ছেলে নিতে না আসে। কিন্তু ছেলে- মেয়ে যদি চায়, তারা কি আবার বিয়ে করে এক হতে পারবে তালাকের সনদ পাওয়ার পরেও? উল্লেখ্য, ছেলের পরিবার দেনমোহর ও সম্পূর্ণ দিতে দেয়নি ছেলেকে, মেয়ের কাছে তালাক চেয়েছে, তাতে নাকি দেনমহর মেয়ে আর পায়না, যেহেতু মেয়ের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।
একটু বিস্তারিত জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।