আসসালমুআলাইকুম শায়েখ,
১. একটা প্রশ্ন দেখেছিলাম কেউ যদি মনে মনে বলে হিন্দু হয়ে গেলাম নাকি আই ভাবনা র জন্য কি সে কাফের হয়ে যাবে ?? আপনাদের উত্তরে ছিল সে কাফের হবে না বা তার ঈমান চলে যাবে না।
এখন প্রশ্ন হচ্ছে এটা সম্পূর্ণ আমার মনে মনে হচ্ছে, " "আমি তো মনে মনে বলছি হিন্দু হয়ে গেলাম নাকি এটা বললে কিছু হবে না যদি বলি হয়ে গেলাম মনে মনে তাহলে কি ঈমান চলে যাবে? এই প্রশ্ন মনের মধ্যে হচ্ছে।
মনে মনে কেউ যদি বলে ওই প্রশ্নের পরিপেক্ষিতে মনে মনে বলছে আমি হিন্দু হয়ে গেলাম। এর জন্য কি তার ঈমান চলে যাবে? এই সব কথা আমি আমার স্ত্রী কে সব বলেছি ভয় পেয়ে এর জন্য কি ঈমান চলে যাবে?
হুজুর সম্পূর্ণ মনে মনে ভাবনা র কারণে এমন হয়েছে হুজুর
হয়ত শয়তানের প্রোচনাই পড়ে এমন মনে হয়েছে।
হুজুর ঈমান থাকবে তো। মুখে উচ্চরণ করিনি।
২.কিছু ক্ষন পর হিন্দু কথা টা মুখে উচ্চরণ করলো তাহলে কি ঈমান চলে যাবে?
৩. একটা সুতো দিয়ে কিছু উল বাধা ছিল, আমি সুতো টা খুলে রেখে দিলাম । হটাৎ মনে হলো আমি এই সুতো দিয়ে বাঁধবো দিয়ে যদি আমি স্ত্রী খুলে তাহলে তালাক। এটা একদম মনে মনে হয়েছিলো।
ভয় এ আমি সেই সুতো আর বাধিনি, সকাল এ দেখছি
কে বেদেছে , দিয়ে আমি মুখে উচ্চরণ করে বললাম আমি তহ বাধিনী।
এর জন্য কি তালাক হবে??ভয় পেয়ে সমস্ত ঘটনা আমি আমার স্ত্রী কে বলে দিয়েছি হুজুর এর জন্য কি কিছু হবে?