আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) হুজুর আমি প্রশ্ন করতে ভুল করেছিলাম তাই আবার প্রশ্ন করছি।আমি জানি বিবাহ করার সময় নারীদের যে দেনমোহর টাকা দিতে হয় তা তাদের জন্য এটা তাদের প্রাপ্য বা হক। কিন্তু আমার প্রশ্নটা হলো যে, বিয়েটা কি মোহরানার বিনিময়ে হয়?নাকি মোহরানার বিনিময়ে না এটা তাদের হক তাই দিতে হয়?অর্থাৎ বোঝাতে চাচ্ছি টাকার বিনিময়ে একজন নারী কি বৈধ হয়?