আমার অনেক সময় মযী বের হয়। আপনার সাথে কথা হইছিল হুজুর।
আজকে সকাল ৯ টার দিকে গোসলের সময় আমার হাফপ্যান্টে কাপড় ধোয়ার নাপাকির ছিটা লাগে। এরপর আমি হাফপ্যান্ট এর সেই স্থান ৩ বার ধৌত করি এবং নিংড়ায়। নিংড়ানোর পর ভেজা জায়গার পরিমান একটি আপেল সাইজের মত জুড়ে পানির ছাপ থাকে। এরপর ২০ মিনিট পর আমি গোসল করে সেই হাফপ্যান্ট পরিধান করি। উল্লেখ্য, হাফপ্যান্ট পড়ার পর যেই স্থানটি ভেজা সেই স্থানটি লিংগের আগা থেকে দূরত্ব আধা ইঞ্চির মত কম বেশিও হতে পারে।
এরপর আমার সেই ভেজা জায়গার কথা মনে হয় প্রায় ২ ঘন্টা পর। তখন সেই জায়গা শুকিয়ে গেছে হয়তো ঠান্ডা ভাব ছিল।
আমি আমার পায়জামা খুলি মযী বের হয়েছে কি না চেক করার জন্য। তখন দেখি আমার লিংগের আগা বন্ধের মত। তবে, ফাক করে কোন মযী দেখতে পাইনি। উল্লেখ্,, আমি গোসলের শেষে সময় লিংগ নিংড়াইছিলাম। লিংগ চেক করার সময় আমি লিংগের সামনের দিকে চাপ দিয়ে দেখেছি। এবং এখনো হাফপ্যান্ট এর সেই জায়গা ভেজা আছে কি না হাত দিয়ে চেপে দেখেছি। হাফপ্যান্ট এর সেই স্থান শুকনো হওয়ারই কথা। আমি ওয়াসওয়াসার কারণে শুকনো/ভেজা শনাক্ত করতে পারি না। সেই হাত দিয়ে ব্লেজার ধরেছি।
এই ঘটনার ৪০ মিনিট পর আবারো লিংগ ফাক করে দেখি সামান্য মযী দেখা যায়। আমি তা মুছে ফেলি। মুছে ফেলার পর আমার লিংগের সামনের অংশ এবং আগা আমার ব্লেজার লাগে।
আমার হাফপ্যান্ট ব্লেজার পায়জামা কি পাক নাকি নাপাক ধরে নিবো?
উল্লেখ্য, আমি ওযু করে হাত ব্লেজার এ মুছি অনেক সময়। আমি কি সতর্কতা হিসেবে ব্লেজারের সেই জায়গা গুলো ধুয়ে নিবো?
আমার অনেক সময় মযী বের হয়। আপনার সাথে কথা হইছিল হুজুর।- এই লেখাটি কি হুজুর আপনি দেখেছেন?