হযরত আবু-সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : " أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ"
রাসূলুল্লাহ সাঃ কে বুজা'আহ কুপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমরা কি বুজা'আহ কুপ থেকে অজু করবো?
বুজা'আহ এমন এক কুপ, যাতে হায়েযের কাপড়,কুকুরের গোশত এবং অপবিত্র ও ময়লা জিনিষ ফেলা হয়ে থাকে,রাসূলুল্লাহ সাঃ বললেন,(বেশী পরিমাণ হলে)পানি পবিত্র,তাকে কোনো জিনিষ অপবিত্র বানাতে পারে না।
(সুনানে আবি-দাউদ-৬৬,সুনানে তিরমিযি-৬৬, সুনানে নাসাঈ-৩২৬,সুনানে আহমদ-১১২৫৭)
হযরত আবু-উমামা বাহিলি রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ
ابن ماجه (521) ، والدارقطني (47) ، والبيهقي (1226) ، والطبراني في "الكبير" (7503)
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় পানি পবিত্র, তাকে কোনো জিনিষই অপবিত্র বানাতে পারে না।তবে যদি স্বাদে,গন্ধে কিংবা রংয়ে কোনো পরিবর্তন নিয়ে আসে,তাহলে তা অপবিত্র হিসেবে গণ্য হবে।(সুনানে ইবনে মাজা-৫২১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শুধু ১৮ কাঠা হলেই হবেনা,চারদিক থেকে দশ, দশ স্কয়ার বর্গহাত হতে হবে।
,
প্রশ্নে উল্লেখিত পুকুর যদি দশ, দশ স্কয়ার বর্গহাত পুকুর হয়,তাহলে তাতে এভাবে নাপাক কাপড় একবার কচলিয়ে ধৌত করলে কাপড়ের জুতা কিংবা অন্যান্য কাপড় নাপাক হবেনা।
(৩-৪)
প্রশ্নে উল্লেখিত পুকুর যদি দশ, দশ স্কয়ার বর্গহাত কুপ হয়,সেক্ষেত্রে যেখান থেকে কাপড় ধৌত করবে, সেখানের পানিতে নাপাকির চিন্হ, গন্ধ/রং দেখা না গেলে উক্ত স্থানে কাপড় ধৌত করা যাবে।
★এমতাবস্থায় প্রত্যেকটা কাপড় ধোয়ার পর সেখানে নাপাকির চিন্হ, গন্ধ/রং দেখা না গেলে পান সড়িয়ে নিতে হবেনা।
(০৫)
এক্ষেত্রে ধুয়েছেন বলেই ধরে নিবেন।
(০৬)
সেই জায়গা থেকে পানি গুলো চলে না যাওয়া পর্যন্ত নাপাকই থাকবে।
(০৭)
সেখানে নাপাকি পড়া না পড়া সংক্রান্ত কোনো কিছু না জানলে এবং নাপাকির চিন্হ, গন্ধ/রং পাওয়া না গেলে সেই স্থানকে পাক ধরে নিয়ে চলতে পারবেন।