السلام عليكم ورحمة الله وبركاته
দ্বীনের জ্ঞান পরিপূর্ণ নয়, ধীরে ধীরে শিখছে এমন ব্যক্তির জন্য, পূর্বে না জেনে করা কুফরির বিধান কি জেনেশুনে করা কুফরির মতোই হবে?
উল্লেখ্য যে, জানার সাথে সাথেই খাস তওবা করেছে বলেছে এবং উক্ত কথা ও কাজের পুনরাবৃত্তি করেনি। দ্বীনের জ্ঞান এত যৎসামান্য ছিল যে কুফরে আকবার হিসেব করলে বিয়ে সম্পূর্ণভাবে ভেঙে যাবে।
কুফরে আকবার বলতে শরীয়াহর মর্যাদা না বোঝা, রাগের মাথায় বলা গায়রে-ইসলাম কথা ও গুরুজনদের কুফরি কথাকে নির্দোষ ভেবে বিশ্বাস করা। পরিবার ও পরিবেশ সম্পূর্ণভাবে সেক্যুলার তাই ঈমান-কুফরের শিক্ষা পাওয়া হয়নি। যতদূর জানি, আল্লাহ তা’আলা তো এই উম্মাহর না জেনে করা গুনাহ ক্ষমা করেছেন, তাহলে কি আশা করা যায় যে উক্ত ব্যক্তি জানার সাথে সাথে অনুতাপের সঙ্গে বিরত হওয়ার কারণে ঈমান ভঙ্গের পরিণতি থেকে নাজাত পাবে?