আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
165 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)
কিছু হাদিস রয়েছে যেগুলাতে নবীজি সাঃ বলেছেন যে প্রতিবেশীর সাথে ভাল আচরণ না করলে বা তাদের হক নষ্ট করলে সে মুসলিম নয় আর সে জান্নাতে যেতে পারবে না এর দ্বারা কি এটা বুঝানো হচ্ছে যে সে জান্নাতি পরে হতে পারবে না আর তাহলে যেহেতু তাকে মুসলিম নয় বলেছে তাহলে সে কি ঈমানদার থাকবে না কি ?
এই বিষয়ে কিছু লিঙ্ক দেয়া হলঃ
https://sunnah.com/riyadussalihin:305

https://www.abuaminaelias.com/dailyhadithonline/2012/08/12/not-believer-neighbor-unsafe/

https://www.abuaminaelias.com/dailyhadithonline/2013/06/20/iman-faith-heart-lisan/

1 Answer

0 votes
by (587,340 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

হাদীসে যতপ্রকার গোনাহের কাজের সাথে এসেছে যে ,ঐ কাজ করলে ঈমান থাকবে না।বা ঈমনদার কখনো এই কাজ করতে পারে না।সেই সব হাদীসের ব্যখ্যা সম্পর্কে উলামাদের বিশদ আলোচনা রয়েছে, পূর্বে যিনা ব্যভিচার সম্পর্কীয় একটি হাদীসের ব্যখ্যায় উলামাদের মূলনীতি এভাবে আলোচনা করা হয়েছে..


তিরমিযি শরীফের ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরী রাহ বলেন,

وَلَا يَلْزَمُ مِنْ ذَلِكَ كُفْرُهُ بِإِجْمَاعِ الْمُسْلِمِينَ

মুসলমানদের ইজমা রয়েছে যে,এ সমস্ত পাপাচার করলে কেউ কাফির হবে না।

তুহফাতুল আহওয়াযি- ৩২০৯ নং হাদিসের ব্যখ্যা দ্রষ্টব্য।


ইমাম নববী রাহ বলেন,

 هَذَا الْحَدِيثُ مِمَّا اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي مَعْنَاهُ فَالْقَوْلُ الصَّحِيحُ الَّذِي قَالَهُ الْمُحَقِّقُونَ أَنَّ مَعْنَاهُ لَايَفْعَلُ هَذِهِ الْمَعَاصِي وَهُوَ كَامِلُ الْإِيمَانِ وَهَذَا مِنَ الْأَلْفَاظِ الَّتِي تُطْلَقُ عَلَى نَفْيِ الشَّيْءِ وَيُرَادُ نَفْيُ كَمَالِهِ وَمُخْتَارِهِ

এই হাদীসের ব্যখ্যা সম্পর্কে উলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে।বিশুদ্ধ ও গ্রহণযোগ্য ব্যখ্যা হলো,

'মু'মিনি গণ তথা যারা পরিপূর্ণ ঈমানদ্বার,তারা এই সমস্ত পাপাচারে লিপ্ত হতে পারে না।

এগুলো আরবী এমন বাগধারা যা উল্লেখ করে পরিপূর্ণতার অর্থকেই উদ্দেশ্য নেয়া হয়।

অাল-মিনহায,হাদীস নং ৫৭ খন্ড-২/৪১ দ্রষ্টব্য। 


এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-


https://www.ifatwa.info/779


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

উক্ত হাদীসে বলা হচ্ছে, কামেল ঈমানদার কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...