ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীসে যতপ্রকার গোনাহের কাজের সাথে এসেছে যে ,ঐ কাজ করলে ঈমান থাকবে না।বা ঈমনদার কখনো এই কাজ করতে পারে না।সেই সব হাদীসের ব্যখ্যা সম্পর্কে উলামাদের বিশদ আলোচনা রয়েছে, পূর্বে যিনা ব্যভিচার সম্পর্কীয় একটি হাদীসের ব্যখ্যায় উলামাদের মূলনীতি এভাবে আলোচনা করা হয়েছে..
তিরমিযি শরীফের ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরী রাহ বলেন,
وَلَا يَلْزَمُ مِنْ ذَلِكَ كُفْرُهُ بِإِجْمَاعِ الْمُسْلِمِينَ
মুসলমানদের ইজমা রয়েছে যে,এ সমস্ত পাপাচার করলে কেউ কাফির হবে না।
তুহফাতুল আহওয়াযি- ৩২০৯ নং হাদিসের ব্যখ্যা দ্রষ্টব্য।
ইমাম নববী রাহ বলেন,
هَذَا الْحَدِيثُ مِمَّا اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي مَعْنَاهُ فَالْقَوْلُ الصَّحِيحُ الَّذِي قَالَهُ الْمُحَقِّقُونَ أَنَّ مَعْنَاهُ لَايَفْعَلُ هَذِهِ الْمَعَاصِي وَهُوَ كَامِلُ الْإِيمَانِ وَهَذَا مِنَ الْأَلْفَاظِ الَّتِي تُطْلَقُ عَلَى نَفْيِ الشَّيْءِ وَيُرَادُ نَفْيُ كَمَالِهِ وَمُخْتَارِهِ
এই হাদীসের ব্যখ্যা সম্পর্কে উলামায়ে কেরামের মতপার্থক্য রয়েছে।বিশুদ্ধ ও গ্রহণযোগ্য ব্যখ্যা হলো,
'মু'মিনি গণ তথা যারা পরিপূর্ণ ঈমানদ্বার,তারা এই সমস্ত পাপাচারে লিপ্ত হতে পারে না।
এগুলো আরবী এমন বাগধারা যা উল্লেখ করে পরিপূর্ণতার অর্থকেই উদ্দেশ্য নেয়া হয়।
অাল-মিনহায,হাদীস নং ৫৭ খন্ড-২/৪১ দ্রষ্টব্য।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/779
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত হাদীসে বলা হচ্ছে, কামেল ঈমানদার কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না।