بسم
الله الرحمن الرحيم
জবাব,
১. https://www.ifatwa.info/3926 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
একটি হাদীসে বর্ণিত
হয়েছে-
لَعَنَ
رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ،
وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী
থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সকলের
প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। -মুসনাদে আহমাদ,
হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস
১২০৬
এ ছাড়াও আরও অসংখ্য
হাদীসে সুদ খাওয়া, সুদ দেওয়া
এবং সুদের সাথে সকল সংশ্লিষ্টতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। যেহেতু সুদ আদান প্রদান সহ সুদের সাথে সংশ্লিষ্ট যাবতীয় জিনিষ হারাম।
সুতরাং ব্যাংকের জন্য জায়গা ভাড়া দেয়া
জায়েয হবে না। কেননা এতকরে সুদী কারবারে সাহায্য করা হবে। (কিতাবুল ফাতাওয়া-৫/৪১১)(শেষ)
২. https://www.ifatwa.info/2722 নং ফাতাওয়ায় বলা হয়েছে যে,
নারীদের মাহরাম
পুরুষ:
১-বাপ, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন
ক্রমানু পুরুষগণ।
২-সহোদর ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৩-শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন
ক্রমানু পুরুষগণ।
৪-আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে
এবং তাদের ঔরষজাত পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের স্বামী।
৫-স্বামীর অন্য
স্ত্রীর গর্ভজাত পুত্র।
৬-ভাতিজা, ভাগিনা তথা সহোদর, বৈমাত্রেয়
ও বৈপিত্রেয় ভাই ও বোনের ছেলে ও তাদের অধঃস্থন কোন ছেলে।
৭-আপন চাচা অর্থাৎ
বাপের সহোদর, বৈপিত্রেয়
ও বৈমাত্রেয় ভাই।
৮-আপন মামা তথা
মায়ের সহোদর, বৈমাত্রেয়
ও বৈপিত্রেয় ভাই।
৯-দুধ সম্পর্কীয়
ছেলে, উক্ত ছেলের ছেলে,
দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান এবং দুধ
সম্পর্কীয় মেয়ের স্বামী।
১০-দুধ সম্পর্কীয়
বাপ, চাচা, মামা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন
ক্রমানু পুরুষগণ।
১১-দুধ সম্পর্কীয়
ভাই, দুধ ভাইয়ের ছেলে,
দুধ বোনের ছেলে এবং তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান।
১২-শরীয়ত অনুমোদিত
বৈধ স্বামী।
১৩-যৌন শক্তিহীন
এমন বৃদ্ধ, যার মাঝে
মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই আবার মহিলাদেরও তার প্রতি কোন আকর্ষণ নেই।
১৪-অপ্রাপ্ত বয়স্ক
এমন বালক যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।
সুতরাং সৎ চাচা
মাহরামের অন্তর্ভুক্ত।