ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
ركعتا الفجر خير من الدنيا وما فيها.
ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। (সহীহ মুসলিম, হাদীস ৭২৫)
তিনি আরো বর্ণনা করেছেন-
لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد منه تعاهدا على ركعتي الفجر.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত (সুন্নত) নামাযে এত গুরুত্ব দিতেন যা অন্য কোনো নফল (বা সুন্নত) নামাযে দিতেন না। (সহীহ বুখারী, হাদীস ১১৬৩; সহীহ মুসলিম, হাদীস ৭২৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/10062
সুন্নতে মুয়াক্কাদা নামায তরক করা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/400
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফজরের সুন্নত ব্যতিত অন্য কোনো নামাযের সুন্নতকে ওয়াক্তের পর কাযা করার কোনো নিয়ম নাই। হ্যা, জোহরের সুন্নতে কাবালিয়্যাহ ছুটে গেলে জোহরের ওয়াক্তের ভিতর পড়ে নেয়া জরুরী। এছাড়া যত সুন্নতে মুয়াক্কাদা নামায রয়েছে, সেগুলো ছুটে গেলে পরবর্তীতে কাযা করা সুন্নত।ওয়াজিব ছুটে গেলে কাযা করা ওয়াজিব আর ফরয ছুটে গেলে কাযা করা ফরয।