মুফতি ওলি উল্লাহ উস্তাযের নিকট প্রশ্নের উত্তর আশা করছি ইং শা আল্লহ।
আসসালামু আলাইকুম
১.মুসাফির এর ২ রাকাত নামাজ আদায় কালে মনে সন্দেহ জাগলে সিজদা সাহু দেয়া যাবে???আমি অনেক বার সাহু সিজদা দিয়েছি মুসাফিরের নামাজে।আমার নামাজ কি হবে না??
২. সুরা ফাতিহা, সাথে অন্য সুরা,তাশাহহুদ,দরুদে ইবরাহিম,দোয়ায়ে মাসুরা,দোয়ায়ে কুনুত এসব পড়ার সময় অনেক সময় মনে হয় ভুল পড়লাম মনে হয় বা মাখরাজ ভুল হয়েছে মনে হয়, এরকম পরিস্থিতিতে এগুলো প্রথম বার পড়ে আবার শুদ্ধ করে ২য় বার পড়ি একই জিনিস।এভাবে ২ বার ফাতিহা পড়া হয়,২ বার অন্য সুরা পড়া হয়, ২ বার দোয়ায়ে মাসুরা পড়া হয় পর পর।এক্ষেত্রে আমার নামাজ কি হবে??? নাকি ভুল হবে??
৩.ওযু করার সময় মুখমন্ডল ধোয়ার সময় কানের ২ লতি ও মুছতে হবে??কানের লতি কি মুখমন্ডলের অংশ??
৪.অযুর সময় মাথায় অনেক সময় চুলের খোপায় হেয়ার ব্যান্ড,রাবার,কাকড়া দিয়ে চুল বাধা থাকে সেক্ষেত্রে মাথা মাসেহ তে কি প্রব্লেম হবে?? খোপা,কাকড়া, রাবার, ব্যান্ড এসব খুলে কি মাথা মাসেহ করতে হবে?
৫.সুরা ফাতিহা পড়ার পরে অন্য সুরা মিলিয়েছি কিনা সন্দেহ হলে সাহু সিজদা দেয়া যাবে??
৬.বিতর নামাজে দোয়ায়ে কুনুত পড়লাম কিনা এটা নিয়ে সন্দেহ হলে সাহু সিজদা দিতে হবে???সাহু দিজদা না দেয়া গেলে করনীয় কি???