আসসালামু আলাইকুম হুজুর।
আমার পূর্বের প্রশ্ন
https://ifatwa.info/64546/
বিস্তারিত উত্তর পাইনাই সেজন্য মনের মাঝে অস্থিরতা কাজ করছে কিছুটা।
আলহামদুলিল্লাহ হুজুর আমি ৯৫% সুস্থ হয়ে গেছি,,,ইনশাআল্লাহ অতি সত্তর ১০০% সুস্থ হয়ে যাবো।
ডাক্তার + মুফতী সাহেবগন বার বার বলেছেন এগুলা নিয়ে না ভাবতে,,যতোই ভাববে ততোই এগুলা বাড়বে।আমি ইনশাআল্লাহ এরপর থেকে আর এগুলা নিয়ে ভাববোনা.. নিজের কাজে এবং ইবাদত বন্দেগিতে নিজেকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ।
হুজুর আমার সর্বশেষ প্রশ্ন,,আশাকরি এরপরে আর প্রশ্ন করতে হবেনা।যদিও এর আগে ৩-৪ জন মুফতি সাহেব কে প্রশ্ন করেছিলাম এবং উনারা বলেছিলেন যে এর দ্বারা তালাক পতিত হবেনা। এরপরো আপনাকে প্রশ্ন করলাম বিস্তারিত ভাবে,যাতে মনে কোনো সংশয় না প্রশ্রয় পায়,সেজন্য।
হুজুর আমি ❝ইচ্ছাকৃতভাবে সত্যিকারের উলঙ্গ নর-নারীর ছবি ভিডিও এগুলা দেখবোনা,দেখলে আমার বিবি তালাক❞
আমি সুস্পষ্ট ভাবে উচ্চারণ করেছিলাম।
আলহামদুলিল্লাহ আমি এগুলা কিছুই দেখিনাই।
হুজুর আমি জানতাম যে তালাক কে যে বিষয়ের সাথে খাছ করে দেয়া হয় এবং মুখ দিয়ে যা স্পষ্ট করে উচ্চারণ করা হয় হুবুহু সেই কর্ম/শর্ত যখন পাওয়া যাবে ঠিক তখনি তালাক পতিত হবে।
তো হুজুর আমি সেজন্য আমার শর্তযুক্ত জিনিস কখোনোই দেখিনাই।আমি শর্ত ছাড়া জিনিস দেখেছি বা আমার প্রয়োজনে দেখেছি,,যেমন ধরেন আমি অশ্লীল বা নগ্ন কার্টুন টাইপের কিছু দেখেছি।এছাড়াও বিভিন্ন প্রাক্টিস,ব্যায়ামের জন্যে, বা কোনো কিছু জানতে গিয়ে এমন অশ্লীল /নগ্ন কার্টুন,এনিমেশন আমার সামনে আসছে এবং দেখেছি।হুজুর আমি তখন জানতাম যে আমি তো সুস্পষ্ট ভাবে সত্যিকারের উলঙ্গ নর-নারীর সাথে আমার শর্ত কে খাছ করেছি আর এখানে তো সত্যিকারের কোনো নর নারি/মানুষ নাই।আর শুধু নর নারিও যদি বলতাম তবুও তো কার্টুন আমার শর্তের মধ্যে অন্তর্ভুক্ত হতোনা এবং শর্ত দেয়ার সময় আমার মনের ভিতর কার্টুন সংক্রান্ত কোনো চিন্তাই ছিলোনা।
আমি কয়েকজন মুফতি সাহেব কে প্রশ্ন করেছিলাম,উনারা বলেছিলেন তুমি তো সত্যিকার নর নারি স্পষ্ট ভাবে উল্যেখ করেছো এবং খাছ করে দিছো..সুতরাং কার্টুন এর দ্বারা তালাক হবেনা এবং শর্ত ভঙ্গ হবেনা।
এখন আমার প্রশ্ন হলোঃ
১/হুজুর আমার মনের ভিতর ওয়াসওয়াসা আসে যে,,তুমি সত্যিকারের অর্থাৎ রিয়েল কোনো কিছু দেখোনাই বুঝলাম কিন্তু কার্টুন তো দেখছো,,,সেটার দ্বারাও তো গুনাহ হবে।এর দ্বারাও যদি তালাক হয়!
হুজুর এই অবস্থায় কি তালাক হবে বা শর্ত ভঙ্গ হবে?
হুজুর আমি একদম সুস্পষ্ট ভাবে উচ্চারণ করেছিলাম যে "সত্যিকারের উলঙ্গ নর-নারীর কথা এবং এতে আমার অভ্যাস ছিলো"
২/হুজুর যে বিষয়ে স্পষ্ট করে উচ্চারণ করে তালাক দেয়া হয়,, সে বিষয়ে কোনো নিয়্যাতের তো প্রয়োজন থাকেনা এবং নিয়্যাত ও তো ধর্তব্য নয় তাইনা?? মুখে যা উচ্চারণ করা হবে বা স্পষ্ট করে যে বিষয়ে শর্তারোপ করা হবে হুবুহু সেই বিষয় পাওয়া গেলেই তালাক পতিত হবে,,,এমনটাই না?
(কারন হুজুর মনে ওয়াসওয়াসা আসে যে,,,তুমি মুখে বলছো ঠিকই যে সত্যিকারের উলঙ্গ নর-নারীর কিছু দেখবানা কিন্তু তোমার দিলে যদি অন্য কোনো নিয়্যাত থাকে বা এমন গুনাহ করবানা এমন ইত্যাদি টাইপের নিয়্যাত থাকে তখন!
হুজুর আমি যখন শর্ত দেই তখন আমার শুধু মুখ দিয়ে যা উচ্চারণ করেছিলাম শুধু সেই বিষয়ে আমার অন্তরে ছিলো।কার্টুন ফার্টুন ইত্যাদি আমার কোনো নিয়্যাত ছিলোনা দিলে।)
৩/হুজুর আশাকরি এরপরে আর ওয়াসওয়াসা আসার যায়গা নেই,,,তবুও সবসময় ভয়ে ভয়ে থাকি আবার না জানি কি ওয়াসওয়াসা মনে ধরে বসে। এক্ষেত্রে কি করণিয়?
৪/হুজুর আমি কি কোনো রাকি কে দেখাবো??রুকাইয়ার জন্যে
৫/কেনায়া বাক্য দিয়ে তালাক দিলে অন্তরে তালাকের নিয়্যাত কিভাবে থাকতে হবে,,,একটু বুঝায় বলবেন। দিলে তখন তালাক শব্দ এর নিয়্যাত বা ২-৩ এমন সংখ্যা মনে করে নিয়্যাত করতে হবে এমন কিছু?মানে এভাবে মনে করে নিয়্যাত করলে কি তালাক পতিত হবে কেনায়া বাক্যে?