بسم
الله الرحمن الرحيم
জবাব,
আল্লাহ তা'আলা বলেন-
ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺄْﻛُﻠُﻮﻥَ
ﺍﻟﺮِّﺑَﺎ ﻻَ ﻳَﻘُﻮﻣُﻮﻥَ ﺇِﻻَّ ﻛَﻤَﺎ ﻳَﻘُﻮﻡُ ﺍﻟَّﺬِﻱ ﻳَﺘَﺨَﺒَّﻄُﻪُ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻣِﻦَ
ﺍﻟْﻤَﺲِّ ﺫَﻟِﻚَ ﺑِﺄَﻧَّﻬُﻢْ ﻗَﺎﻟُﻮﺍْ ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﺒَﻴْﻊُ ﻣِﺜْﻞُ ﺍﻟﺮِّﺑَﺎ ﻭَﺃَﺣَﻞَّ
ﺍﻟﻠّﻪُ ﺍﻟْﺒَﻴْﻊَ ﻭَﺣَﺮَّﻡَ ﺍﻟﺮِّﺑَﺎ ﻓَﻤَﻦ ﺟَﺎﺀﻩُ ﻣَﻮْﻋِﻈَﺔٌ ﻣِّﻦ ﺭَّﺑِّﻪِ ﻓَﺎﻧﺘَﻬَﻰَ
ﻓَﻠَﻪُ ﻣَﺎ ﺳَﻠَﻒَ ﻭَﺃَﻣْﺮُﻩُ ﺇِﻟَﻰ ﺍﻟﻠّﻪِ ﻭَﻣَﻦْ ﻋَﺎﺩَ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﺃَﺻْﺤَﺎﺏُ ﺍﻟﻨَّﺎﺭِ
ﻫُﻢْ ﻓِﻴﻬَﺎ ﺧَﺎﻟِﺪُﻭﻥَ
যারা সুদ খায়,
তারা কিয়ামতে দন্ডায়মান হবে,
যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি,
যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়।তাদের
এ অবস্থার কারণ এই যে, তারা
বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত!অথচ আল্লাহ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন
এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে
বিরত হয়েছে, পূর্বে
যা হয়ে গেছে, তা
তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়,
তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল
অবস্থান করবে। (সূরা বাকারা-২৭৫)
প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন/ভাই!
কাউকে ৫০০ টাকা
নগদ ধার দিলে, সে
যদি বিকাশে ৫০৫ টাকা দেয়, তাহলে
সেটা সুদ হবে না। কেননা এই অতিরিক্ত ৫ টাকা ক্যাশআউট চার্জ হিসেবে বিবেচ্য হবে। সুতরাং
প্রশ্নেল্লিখিত ছুরতে আপনি ক্যাশ টাকা সরাসরি প্রদান করার সময় ৫০০ টাকা পরিশোধ করবেন।
কিন্তু যখন বিকাশ বা নগদে পরিশোধ করবেন সেক্ষেত্রে ক্যাশ আউট চার্জ আপনাকেই বহন করতে
হবে অর্থাৎ আপনাকে চার্জসহ ৫০৫ টাকা পাঠাতে হবে।