আসসালামু আলাইকুম। আমার বয়স ২৩ বছর। ২০১৯ সালে অনার্স প্রথম বর্ষে আমার একটি ছেলের সাথে সম্পর্ক হয়। আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নেই। বাবা মাকে না জানিয়ে বিয়ে করা নিয়ে আমি প্রথমে আপত্তি করলেও পরে রাজি হই। এবং সে অনুযায়ী কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নেই। বিয়ে পরানোর সময় কাজী এবং আর একজন পুরুষ লোক উপস্থিত ছিলেন যিনি আমাদের পরিচিত কেউ না। কাজী ও অন্য একজন লোক ছাড়া ও তৃতীয় একজন ছেলে বিয়ের আগে এবং পরে ছিলো। তবে বিয়ে পরানোর সময় ছিলো না। এরপর আমরা নিজেদের পড়াশোনার জায়গাতে অবস্থান করি এবং মাঝে মাঝে দেখা করি ও একসাথে সময় কাটাতাম। প্রথম দিকে বিয়েটা নিয়ে তেমন সংশয় কাজ করে নি, সাক্ষী হিসেবে যে একজন উপস্থিত ছিলো সেটা মাথায় আসলেও তেমন আমলে নেয়া হয় নি। সময় যাবার সাথে সাথে আমাদের সম্পর্কের গোপনীয়তা এবং সম্পর্কটা যে ভাবে চলছিল এসব আমাকে ভাবায়। আমি আল্লাহর ভয়ে দিশাহারা হয়ে যায় । কিন্তু ও যখন দেখা করতে আসতো বা অন্যকোনো ভাবে আমি সেসব অনুভূতি থেকে দূরে চলে যেতাম। দিন যাবার সাথে সাথে বিয়ে নিয়ে আমার সংশয় আর আমার এহেন কাজের জন্য অনুতপ্ততা তীব্র হচ্ছে। অন্য দিকে ছেলের দ্বীনের প্রতি উদাসীনতাও আমাকে কষ্ট দিচ্ছে। আমার ভিতরে এমন খারাপ লাগা ও দ্বিধাদ্বন্দের কারণে আমি গত প্রায় ১০ মাস হলো দেখা করি নি। আর একমাস হলো যোগাযোগ বন্ধ করেছি যদিও আমি জানি না আসলে আমার সংশোধনের পথ কেমন হওয়া উচিত। বিয়ে টা বৈধ হয়েছে কিনা তাও জানি না।
ছেলের আর্থিক অবস্থা / সম্পদ মেয়ের থেকে তুলনামূলক কম
প্রশ্ন ১ঃ এ বিয়ে টা কি বৈধ হয়েছে?
প্রশ্ন ২ঃ যদি বিয়েটা হয় - আমার কি করা উচিত এখন?? -এটাকে আরও কিছুদিন গোপন রাখাটা কি আমার পাপ হবে? ?( প্রেক্ষাপট- ছেলে এখনও বেকার। এ অবস্থায় বাসায় জানালে তারা ব্যাপারটা ভালোভাবে নিবে না + অনেক কষ্টও পাবে। এছাড়া ও পরিবারে অনেক রকম ঝামেলা তৈরির সম্ভাবনা আছে। ছেলের বাবা নেই,বড় ভাই অভিভাবক। এ অবস্থায় বাসায় জানালে ছেলের পড়াশোনার খরচ বন্ধ করে দিতে পারে। আমার বাবা-মা এবং বড় ভাই আছে। ব্যাপারটা সম্পর্কে এখন জানলে আমার পরিবারেও দীর্ঘমেয়াদী সমস্যা তৈরির সম্ভাবনা আছে।) - বাসার সমস্যার কথা বিবেচনা করে যদি ছেলের কিছু করা অবদি বা বাসা থেকে আমার বিয়ের কথা তোলা অবদি টাইম নেই, সেটা করা কি ঠিক হবে?
প্রশ্ন-৩ বিয়ে টাই যদি না হয় - তাহলে আমি এখন কিভাবে তওবা করে পরিপূর্ণরুপে আল্লাহর রাস্তায় আসতে পারি?
( প্রশ্ন বা কথায় কোনো ভূলত্রুটি থাকলে মাফ করবেন, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক পেরেশানি তে আছি, আমাকে একটা পরিপূর্ণ পথনির্দেশনা দিবেন ইংশাআল্লাহ। )