আসসালামু আলাইকুম উস্তায,
আমি জানতাম যে, কোনো কাজ করতে দ্বিধান্বিত বা ভবিষ্যতে কাজটি করা উচিত কিনা এটার একটা সমাধানের জন্য ইস্তেখারার নামাজ পড়তে হয়।
আমার সমস্যাটি একটু ভিন্ন।একটা কাজ করে ফেলেছি ফলে গুরুতর সমস্যায় ভুগতেছি।সমাস্যাটার সমাধান খুজে পাচ্ছিনা।বহু চেষ্টা, প্লান,পরিকল্পনা করছি তারপরও মনে হচ্ছে এসব পরিকল্পণার দ্বারা সমধানের চেয়ে অবস্থা জটিল হবার সম্ভাবনা বেশি।
এমতাবস্থায়,,আল্লাহর কাছ থেকে সমাধান পাওয়ার জন্য কোনো বিশেষ আমল বা নামাজ আছে?নাকি এখানেও ইস্তেখারা করতে হবে?এটাকি হাযতের নামাজের মধ্যে পরে?