আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
219 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
edited by

১। স্ত্রী যদি বলে তোমাকে বিয়ে করা বা তোমার কাছে বিয়ে বসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইসে আর স্বামী যদি বলে ভুল মনে হইলে যাইগ্গাগা বা ভুল মনে হইলে আসোস কেন যার লেসার ভাল্লাগে তার কাছে যা তাহলেকি স্ত্রী তালাকের অধিকার পেয়ে যায়???

২। স্ত্রী যদি বলে আমার আগের স্বামী তোমার থেকে ভালো ছিলো আর স্বামী যদি উত্তর দেয় হেই ভালো আসিল তো আমার কাসে আইসোস কেন হের কাসেই যা তাহলে কি স্ত্রী তালাকের অধিকার পেয়ে যায়??

৩। স্ত্রী যদি বলে তোমার মধ্যে ওই আগের স্বামীর লক্ষণ মানে খারাপ গুন দেখতে পাই আর স্বামী যদি বলে জে ভালা তার কাসেই তুই যা তাহলেকি  স্ত্রী অধিকার পেয়ে যাবে???

৪। আমি অধিকার পাইসি কিনা জানিনা। স্বামীকে জিজ্ঞেস করসি তুমিকি কখনো আমাকে ভুলে মৌখিক  অধিকার দিসো কিনা সে বলে আমিতো জানিই না জে এভাবেই অধিকার দেওয়া যায় তাহলে তোমাকে অধিকার দিবো কিভাবে আমি। এই ক্ষেত্রে কি আমি অধিকার পাইনি ধরে নিবো???

৫। আমার মনে ওয়াসওয়াসা আসতেসে জে আমি কখনো বলসি তুই খারাপ তোর সাথেই আমি থাকতামনা  আর স্বামী উত্তর দিসে ভালো না লাগলে ছাইড়া দে এভাবেই বললেতো অধিকার পেয়ে যায় স্ত্রী । আমি এটা শিউর  না মনের মধ্যে বার বার ওয়াসওয়াসা আসতেসে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি?? আমি কয়েকমাস ধরে তালাকের চিন্তায় ওয়াসওয়াসা গ্রস্ত। এসব চিন্তা থেকে বের হতে পারছিনা। অনেক অনেক কিছু আমার মাথায় ঘুরে আর চিন্তা করতে থাকি। মানসিক ডাক্তারও দেখিয়েছি ওষুধ ও খাচ্ছি ডাক্তার থেরাপি  নিতে বলসে। থেরাপি  নিতে যাবো। এখন এই ওয়াসওয়াসা জে আসে আমি কি করবো???

৬। কেউ যদি বেখেয়ালে নিজের ওপর তালাক বলে ফেলে স্বামীকে তালাক দেওয়ার ইচ্ছা নাই বেখেয়ালে বলে ফেলসে তাহলেকি  তালাক হয়ে যায়???

৭। বা কেউ যদি নিজের ওপর তালাক কথাটা বলতে কেমন লাগে এই জন্য বলে নিজের ওপর তালাক তাহলেকি  তালাক হয়ে যায়??

৮।৬ নং আর ৭ নং  আমি বলসি কিনা জানিনা আমার তীব্র সন্দেহ হচ্ছে। এখন আমি বলসি আওয়াজ হইসে কিনা নাকি শুধু মুখ আর জিহবা নরসে কোনো শব্দ হয়নি আমি সিউর না।

৯।যদি জিহবা মুখ নড়ে কিন্তু শব্দ না হয় তাহলেকি তালাক হয়ে যায়???

১০।আমি বিকাশ নাম্বার এর শেষের কয়েকটা ডিজিট লিখে তারপর লাস্ট কথাটা লিখসি। সংখ্যাবাচক  শব্দ নিয়ে আমার ওয়াসওয়াসা হয় লিখতে গেলেও মুখে উচ্চারণ করতে গেলেও। তাই আমি সংখ্যা গুলো লিখার সময় মনে মনে আউজুবিল্লাহ পড়তেসিলাম। সংখ্যা লিখার পরে যখন লাস্ট লিখসি তখন মনে হলো আমি ইচ্ছা করে নিজের ওপর লাস্ট তালাক বলসি  বা আমি ইচ্ছা করেই এটা ভাবসি জে লাস্ট লিখলে তালাকের কথাটা হবে নিজের ওপর লাস্ট তালাক। আমি যদি ইচ্ছা করেই  ভেবে থাকি জে লাস্ট লিখলে কথাটা হবে নিজের ওপর লাস্ট তালাক তাহলে কি তালাক হবে?? আমারতো তালাকের নিয়ত নাই বা আমি কথাটা  মুখেও উচ্চারণ করি নাই আমি মোবাইলে টাইপ করতেসিলাম আর মুখে আউজুবিল্লাহ পড়তেসিলাম। এভাবেই কি তালাক হয়ে গেছে??

১১। কেউ যদি ইচ্ছা করে ৩৬৭৩ লাস্ট এটা লিখে আর মুখে আউজুবিল্লাহ পরে আর মনে মনে নিজের ওপর লাস্ট তালাক বলে তাহলে তালাক হয়ে যাবে?? এটাতো কেনায়া শব্দ না।মানে আমার পূর্ব শব্দটা ছিলো ৫৩৭৮ লাস্ট ডিজিট। এও ডিজিট শব্দটা লিখার আগেই কেউ যদি শুধু ৫৩৮৪ লাস্ট লিখে মুখে আউজুবিল্লাহ পরে তালাকের ভয়েই  আর মনে বলে নিজের ওপর লাস্ট তালাক তাহলে কি তালাক হয়ে যায়???

১২। মোবাইলে ক্লিয়ার লিখতে টিপ দেওয়ার সময় কেউ যদি ইচ্ছা করে মনে করে আমার সব ক্লিয়ার নিজের ওপর তালাক তাহলেকি  তালাক হয়ে যাবে??
১৩। কোনো বিষয় নিয়ে হ্যা বলতে গেলেই মনে আসে আমার নিজের ওপর তালাক। ছেলে যদি ডাক দেয় আমি যদি বলি হ্যা মা বোলো। তখনো মনে হয় নিজের ওপর তালাক। কেউ জিজ্ঞেস করে খাইসো ঐখানে যাবা এটা করবা হ্যা উত্তর দিলেই মনে হয় তালাকের কথা। বা মাথা নাড়িয়ে হ্যা বললেও  মনে হয় নিজের ওপর তালাক। হ্যা কি কেনায়া শব্দ??? তালাক হয়???

১৪। কেউ যদি কোনো প্রশ্ন করে আমরা অনেক সময় বলিনা হুম?? মানে হুম অর্থ কি বুঝাতে চাই তখনো মনে হয় নিজের ওপর তালাক। এগুলোকি লেনায়া শব্দ???

১৫।তুমি আম্মুকে একটু কল দেও, তুমি একদিকে আসো একটু, একটা কথা শোনো এগুলো কি কেনায়া শব্দ? এসব বলার সময় কোনো মহিলা ইচ্ছাকৃত নিজের ওপর তালাক নিলে সেটা কি কার্যকরী হবে??মানে এসব বলার সময় কোনো মহিলা যদি বলে আমার ওপর একটু তালাক তাহলেকি  তালাক হবে???

১৬.একজনকে বলছিলাম বাবুকে খাওয়াবো একটা রুম একটু দেখিয়ে দেন। তখন মনে হলো সংখ্যা বাচক শব্দে তো তালাকের ইচ্ছায় তালাক হয়ে যায়। তাই আমি মুখেই বলো ফেলসি তালাকের ইচ্ছা নাই। তালকের ইচ্ছা এইটুকু বলে নাই শব্দ টা এমন ভাবে বলসি জে কোনো শব্দ হয় নাই। তালাকের ইচ্ছা বলার সময় ও ঐরকম শব্দ হয়নি আমি শুনতে পাই ঐটুকু অল্প শব্দ হইসে নাই শব্দ টা বলার সময় আমি শুনতে পাই ঐরকম শব্দ হইসে কিনা মনে নাই তবে আমি নাই শব্দ টা বলসি। জিহবা ঠোঁট কি নরসে কি নড়ে নাই আমার মনে নাই। আমি। ওয়াসওয়াসা গ্রস্ত সব কিছু ভুলে ভুলে যাই। এই ক্ষত্রে কি। তালাক হয়ে যায়???

১৭.একটু জায়গা দেখি দেন বলার পরে কেউ যদি তালাকের ইচ্ছা শব্দ টা নিজে শুনতে পাই ঐরকম জোরে বলে আর নাই শব্দ টা মনে মনে বলে তাহলেকি তালাক হয়ে যায়?? তার তো নিয়ত তালাকের ইচ্ছা নাই।আর তালাকের ইচ্ছা বলার পরে হ্যা বা না কিছুই তো সে বলেনি মনে মনে নাই বলসে বা নিয়ত করসে তাহলেকি তালাক হয়ে যায়???

আমার তালাকের কোনো ইচ্ছা নাই। কিন্তু এমন কোনো বিষয় নাই যেটাতে আমার মনে তালাকের কথা না আসে। আমি কথা বলতে ভয় পাই। কোনো শব্দ উচ্চারণ করলেও সেটা নিয়ে আবার ভেবে দেখি এটাকি তালাকের নিয়তে ছিলো এটাকি কেনায়া বাক্য এভাবেকি তালাক হয়। মানসিক  যন্ত্রনায় ভালো লাগেনা কিছু। সবসময় এসবি ভাবতেই থাকি। অশান্তি লাগে আমার। আমি কি করবো?? এভাবেতো মানুষের জীবন স্বাভাবিক থাকেনা আমি কারো সাথেই কোথাও বলতে ভয় পাই।তালাকের ভয়ে  আমি স্বাভাবিক কথা বলতে ভয় পাচ্ছি। কোনো কথা বললে সেটা মনে রাখতে পারছিনা। স্বাভাবিক কথার নিয়ত ও মনে করার চেষ্টা করছি। আমি কি করব আমাকে বলে দেন

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্ত্রী যদি বলে তোমাকে বিয়ে করা বা তোমার কাছে বিয়ে বসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে, আর স্বামী যদি বলে ভুল মনে হইলে যাইগ্গাগা বা ভুল মনে হইলে আসোস কেন, যার লেসার ভাল্লাগে তার কাছে যা, এদ্বারা স্ত্রী তালাকের অধিকার পাবে না।

(২) স্ত্রী যদি বলে আমার আগের স্বামী তোমার থেকে ভালো ছিলো, আর স্বামী যদি উত্তর দেয়, হেই ভালো আসিল তো আমার কাসে আইসোস কেন, হের কাসেই যা, তাহলে স্ত্রী তালাকের অধিকার পাবে না।

(৩)স্ত্রী যদি বলে তোমার মধ্যে ওই আগের স্বামীর লক্ষণ মানে খারাপ গুন দেখতে পাই, আর স্বামী যদি বলে জে ভালা তার কাসেই তুই যা, তাহলেও  স্ত্রী অধিকার পাবে না।

(৪) আমি অধিকার পাইসি কি না জানিনা। স্বামীকে জিজ্ঞেস করসি তুমি কি কখনো আমাকে ভুলে মৌখিক  অধিকার দিসো কি না? সে বলে আমিতো জানিই না জে এভাবেই অধিকার দেওয়া যায়, তাহলে তোমাকে অধিকার দিবো কিভাবে আমি। এই ক্ষেত্রে আপনি অধিকার পাইনি ধরে নিবেন।

৫। আমার মনে ওয়াসওয়াসা আসতেসে জে আমি কখনো বলসি তুই খারাপ তোর সাথেই আমি থাকতামনা  আর স্বামী উত্তর দিসে ভালো না লাগলে ছাইড়া দে এভাবেই বললেতো অধিকার পেয়ে যায় স্ত্রী । আমি এটা শিউর  না মনের মধ্যে বার বার ওয়াসওয়াসা আসতেসে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি?? আমি কয়েকমাস ধরে তালাকের চিন্তায় ওয়াসওয়াসা গ্রস্ত। এসব চিন্তা থেকে বের হতে পারছিনা। অনেক অনেক কিছু আমার মাথায় ঘুরে আর চিন্তা করতে থাকি। মানসিক ডাক্তারও দেখিয়েছি ওষুধ ও খাচ্ছি ডাক্তার থেরাপি  নিতে বলসে। থেরাপি  নিতে যাবো। 

এখন এই ওয়াসওয়াসা যে আসে, এটাকে পরিহার করবেন।

(৬) কেউ যদি বে-খেয়ালে নিজের ওপর তালাক বলে ফেলে স্বামীকে তালাক দেওয়ার ইচ্ছা নাই বেখেয়ালে বলে ফেলসে, তাহলে তালাক হবে না।

৭। বা কেউ যদি নিজের ওপর তালাক কথাটা বলতে কেমন লাগে এই জন্য বলে নিজের ওপর তালাক তাহলে  তালাক হবে যদি তার তালাকের অধিকার থাকে।নতুবা তালাক হবে না।

(৮)৬ নং আর ৭ নং  আমি বলসি কিনা জানিনা আমার তীব্র সন্দেহ হচ্ছে। এখন আমি বলসি আওয়াজ হইসে কিনা নাকি শুধু মুখ আর জিহবা নরসে কোনো শব্দ হয়নি আমি সিউর না।

এদ্বারাও তালাক হবে না।

৯।যদি জিহবা মুখ নড়ে কিন্তু শব্দ না হয় তাহলে তালাক হবে না।

১০।আমি বিকাশ নাম্বার এর শেষের কয়েকটা ডিজিট লিখে তারপর লাস্ট কথাটা লিখসি। সংখ্যাবাচক  শব্দ নিয়ে আমার ওয়াসওয়াসা হয় লিখতে গেলেও মুখে উচ্চারণ করতে গেলেও। তাই আমি সংখ্যা গুলো লিখার সময় মনে মনে আউজুবিল্লাহ পড়তেসিলাম। সংখ্যা লিখার পরে যখন লাস্ট লিখসি তখন মনে হলো আমি ইচ্ছা করে নিজের ওপর লাস্ট তালাক বলসি  বা আমি ইচ্ছা করেই এটা ভাবসি জে লাস্ট লিখলে তালাকের কথাটা হবে নিজের ওপর লাস্ট তালাক। আমি যদি ইচ্ছা করেই  ভেবে থাকি জে লাস্ট লিখলে কথাটা হবে নিজের ওপর লাস্ট তালাক তাহলে কি তালাক হবে?? আমারতো তালাকের নিয়ত নাই বা আমি কথাটা  মুখেও উচ্চারণ করি নাই আমি মোবাইলে টাইপ করতেসিলাম আর মুখে আউজুবিল্লাহ পড়তেসিলাম। 

এভাবেই তালাক হবে না।


১১। কেউ যদি ইচ্ছা করে ৩৬৭৩ লাস্ট এটা লিখে আর মুখে আউজুবিল্লাহ পরে আর মনে মনে নিজের ওপর লাস্ট তালাক বলে তাহলে তালাক হয়ে যাবে?? এটাতো কেনায়া শব্দ না।মানে আমার পূর্ব শব্দটা ছিলো ৫৩৭৮ লাস্ট ডিজিট। এও ডিজিট শব্দটা লিখার আগেই কেউ যদি শুধু ৫৩৮৪ লাস্ট লিখে মুখে আউজুবিল্লাহ পরে তালাকের ভয়েই  আর মনে বলে নিজের ওপর লাস্ট তালাক, তাহলে তালাক হবে না।

১২। মোবাইলে ক্লিয়ার লিখতে টিপ দেওয়ার সময় কেউ যদি ইচ্ছা করে মনে করে আমার সব ক্লিয়ার নিজের ওপর তালাক তাহলে  তালাক হবে না।

১৩। কোনো বিষয় নিয়ে হ্যা বলতে গেলেই মনে আসে আমার নিজের ওপর তালাক। ছেলে যদি ডাক দেয় আমি যদি বলি হ্যা মা বোলো। তখনো মনে হয় নিজের ওপর তালাক। কেউ জিজ্ঞেস করে খাইসো ঐখানে যাবা এটা করবা হ্যা উত্তর দিলেই মনে হয় তালাকের কথা। বা মাথা নাড়িয়ে হ্যা বললেও  মনে হয় নিজের ওপর তালাক। হ্যা কেনায়া শব্দ নয়। তালাক হবে না।

১৪। কেউ যদি কোনো প্রশ্ন করে আমরা অনেক সময় বলিনা হুম?? মানে হুম অর্থ কি বুঝাতে চাই তখনো মনে হয় নিজের ওপর তালাক। এগুলোকি কেনায়া শব্দ নয়।

১৫।তুমি আম্মুকে একটু কল দেও, তুমি একদিকে আসো একটু, একটা কথা শোনো এগুলো কি কেনায়া শব্দ? এসব বলার সময় কোনো মহিলা ইচ্ছাকৃত নিজের ওপর তালাক নিলে সেটা কি কার্যকরী হবে না।

মানে এসব বলার সময় কোনো মহিলা যদি বলে আমার ওপর একটু তালাক তাহলে  তালাক হবে না।

আমার তালাকের কোনো ইচ্ছা নাই। কিন্তু এমন কোনো বিষয় নাই যেটাতে আমার মনে তালাকের কথা না আসে। আমি কথা বলতে ভয় পাই। কোনো শব্দ উচ্চারণ করলেও সেটা নিয়ে আবার ভেবে দেখি এটাকি তালাকের নিয়তে ছিলো এটা কেনায়া বাক্য নয়, এভাবে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...