আসসালামু আলাইকুম। শায়েখ আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন দয়া করে।
আমি যখন দোয়া করতাম, তখন খুব নিশ্চয়তার সাথে দোয়া করতাম। যেমন আল্লাহর কাছে একটা দোয়া করেছি, এর মানে আমার আল্লাহ কবুল করবেনই।
হুজুর আল্লাহ আমার কোন দোয়া ফেলে দেননি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহকে অনেক ভালোবাসি, কিন্তু প্রায়ই গুণাহ করে ফেলি, মাফ চাই। হুজুর আমি আমার বিয়ের জন্য দোয়া করছি, কিন্তু আমার মা-বাবা হয়তো আমি একটা চাকরি পাবার আগে বিয়ে দিবে না। আমি দোয়া করছি, একই দোয়া আমি আমার খালাতো বোন আমাকে মার্কেটে নিয়ে যেতে চাইলে দূর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ আমার তার সাথে যেতে ভালো লাগছে না, আল্লাহ তাকে বিয়ে দিয়ে দিন। উল্লেখ্য তার বিয়ের জন্য পাত্র খুজছিলো, কিন্তু পাচ্ছিলোই না, পেলেও হয়তো মেয়েকে পছন্দ হচ্ছিলো না। আমি মামার বাড়িতে থাকতে থাকতেই তিনদিনের মাথায় একটা প্রস্তাব আসে, একমাসের মধ্যে বিয়ে হয়ে যায়। এখন তার একটা সন্তানও আছে। একই দোয়া আমি তিন বছর ধরে নিজের জন্য করছি।
আমার আম্মুর কানে সমস্যা দেখা যায়, ডাক্তার কাছে গেলে ডাক্তার ঢাকা থেকে টেস্ট দেয়। তারপর রিপোর্ট দেখে বলে দুই কানের পর্দায়ই নষ্ট হয়ে গেছে। কয়েকবছর পরই কান একদম অচল হয়ে যাবে। তিন মাসের ঔষধ দেয়, প্রত্যেক সপ্তাহে ৫০০ টাকার ঔষধ। তাছাড়াও বলে মাসেক খানেকের মধ্যেই একটা মেশিন লাগাতে হবে। মেশিনের দাম ৪০ হাজারের ওপরে।
আমার খুব খারাপ লাগে, দুরাকাত নফল নামাজ পড়ে আম্মুর জন্য দোয়া করি, আল্লাহ যেনো মাকে সুস্থ করে দেয়।
খালামণি আজ আম্মুকে আরেকটা ডাক্তারের কাছে পাঠায়। ঐ ডাক্তার রিপোর্ট দেখে বলে আপনার কানের পর্দার কিছুই হয়নি, সম্পূর্ণ ভালো আছে, শুধু পিছনে পানি জমেছে। ওষধ দিলাম, দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ। ঐ ডাক্তার বুঝতে পারেনি।
হুজুর এগুলোকে আপনি কী বলবেন? দোয়া কবুল নাকি কাকতালীয়? নাকি আল্লাহর ইচ্ছা আমার দোয়া সম্পূর্ণ বিচ্ছিন্নও হতে পারে?
হুজুর, কিছুদিন যাবত এই প্রশ্নটা আমাকে কুড়ে খাচ্ছে, খুব কষ্ট দিচ্ছে, "আল্লাহ আমাকে ভালোবাসেন তো? আমি রাস্তায় হাটতে হাটতে প্রায়ই উনার সাথে কথা বলি। আল্লাহ আমার কথাগুলো ভালোবাসেন তো? আল্লাহর এসব তুচ্ছ কথাগুলো ভালো লাগে তো? আল্লাহ আমাকে ভালোবাসেন তো? আল্লাহ কি আমার প্রতি মনোযোগী? আল্লাহ কি আমার কথা শুনেন? নিশ্চিতভাবে?
হুজুর আমাকে একটু বড় করে খুলে উত্তর দিন, যেন আমার অন্তর শান্তি পায়। আল্লাহ আপনাকে হিফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।