আসসালামু আলাইকুম,
মেয়ের মা যদি তার পছন্দের কোন পাত্রের সাথে তার মেয়ের বিবাহ দিতে চায় (মেয়ের সম্মতিতেই) , এবং মেয়ের মা যদি তার পক্ষ থেকে যে যদি যেকোন কাওকে(যেকোনো পুরুষকে) উকিল নিযুক্ত করে, এবং পাশাপাশি পাত্র পাত্রী উভয়ই যদি প্রাপ্তবয়স্কা হয়, এবং উকিল উভয়পক্ষের সাক্ষীর উপস্থিতিতে যদি বিবাহ পড়ান এবং তার প্রেক্ষিতে পাত্র পাত্রী উভয়েই সাক্ষীদের উপস্থিতিতে যদি কবুল করে নেয় একে অপরকে এবং কুফুর ক্ষেত্রে মেয়ের অবস্থান যদি ছেলের থেকে নিন্মতর হয় ( বংশ, আর্থিক ইত্যাদি দিক বিবেচনায়) ,,এক্ষেত্রে ইসলামী শরীয়াহর দৃষ্টিতে বিয়েটি শুদ্ধ হবে কিনা জানতে চাই? এভাবে যদি কারও বিয়ে হয় বিয়েটি বৈধ হবে কিনা জানতে চাই?