আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একজন মেয়ে। তার বড় বোন আছে, তারপর তিনি, তারপর একজন বোন আছে যেকিনা জন্মগত অটিজম এ আক্রান্ত, তারপর একটা ছোট ভাই আছে। মেয়েটি তার বাবার ২য় সন্তান। তাদের বাবা মারা গেছেন। মা শিক্ষকতা করেন। কিন্তু মায়ের চাকরী বেশিদিন স্থায়ী নেই আর।
প্রশ্ন হলো যে, মেয়েটি চাকরী করতে চায় তার মা এবং ছোট ভাই বোনদের জন্য। কারন তাদের ভরনপোষন দেয়ার মত ফ্যামিলিতে কেউ নেই। এছাড়াও মেয়ের মা তার জামাইদের থেকে কিচ্ছু নেবেন না। তাছাড়াও মেয়েটি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে গিয়ে সেখানে থেকে যেতে চায়, যাতেকরে সে তার অটিজম বোনকে সুচিকিৎসার সুযোগ করে দিতে পারে। এক্ষেত্রে সেই মেয়ের করনীয় কি? এমন পরিস্থিতিতে ইসলাম মেয়েদের চাকরীর ব্যপারে কি বলে?
উল্লেখ্য যে, মেয়েটির স্বামীও চাকরিজীবি কিন্তু মেয়েটির মা এর দেখাশুনা সে নিজেই করতে চায়। এক্ষেত্রে সে স্বামীর টাকা তার মায়ের এবং অটিজম বোনের পেছনে খরচ করতে চায় না।
আরেকটি ব্যপার বলা ভাল যে, মেয়েটির বাবা চাইতেন যে, তার মেয়ে যেন উচ্চশিক্ষা নিতে বিদেশে যায়। এটাও তার বিদেশে যেতে চাওয়ার আরেকটি কারন।
জাজাকাল্লাহ। জানাবেন দয়াকরে।