আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
211 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (43 points)
closed by
আসসালামু আলাইকুম।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের দূরুদ যে আমরা অনেকে সংক্ষেপে লিখি এইটা কি হারাম? কোথাও একটা ফাতওয়া দেখলাম অনেক হাদীস বর্ণনা করেছে, কিন্তু ওই রেফারেন্স গুলো পরিচিত না আমার। অনেকে এইটা অপছন্দ করেন সংক্ষেপে লেখা। উত্তম অনুত্তম আলাদা, আর একেবারে নিষিদ্ধ যা করলে গুনাহ্ আলাদা বিষয়। তাই দয়া করে একটু জানাবেন যে অনেক রকম সংক্ষেপে লেখা হয় সব কি জায়েজ? এর মধ্যে কোনটা কি লেখা উচিত না? নাকি যেকোনো ভাবে সংক্ষেপে লিখলেই গুনাহ্ হবে?
closed

1 Answer

0 votes
by (606,150 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সংক্ষেপে সাঃ লিখা যাবে না। বরং পরিপূর্ণ 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' লিখতে হবে। সংক্ষেপে লিখা অনুচিৎ। কেউ কেউ মাকরুহও বলে থাকেন। সাহাবাদদের ক্ষেত্রে রাযি না লিখে বরং 'রাযিয়াল্লাহু আনহু' লিখা উচিৎ।। হ্যা, সালামের ক্ষেত্রে পরিপূর্ণ না লিখে শুধুমাত্র সালাম লিখা যাবে।
ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ-ফাতাওয়া লিংক Fatwa:333-265/sd=4/1440
"و ينبغي أن يحافظ على كتابة الصلاة والتسليم على رسول الله صلى الله عليه وسلم، و لا يسأم من تكراره، و من أغفله حرم حظا عظيما، و لا يتقيد فيه بما في الأصل إن كان ناقصا، و هكذا الثناء على الله سبحانه و تعالى: كعز و جل، و سبحانه و تعالى و شبهه، و كذا الترضي و الترحم على الصحابة و العلماء و سائر الأخيار، و إذا جاءت الرواية بشيء منه كانت العناية به أكثر و أشد، و يكره الاقتصار على الصلاة أو التسليم و الرمز إليهما في الكتابة، بل يكتبهما بكمالهما."

(الكتاب:'التقريب والتيسير لمعرفة سنن البشير النذير في أصول الحديث للنووى ' ، -النوع الخامس والعشرون: كتابة الحديث و ضبطه، ص: ٦٨، ط: دار الكتاب العربي، بيروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (43 points)
Reference দিলেন না তো। যে লিংক দিয়েছেন তা কাজ করছে না।
by (606,150 points)
+1
রেফারেন্স তো দেয়া হয়েছে। কিতাবের নাম হল, আত-তাকরিব ওয়াত-তাইসির 
by (606,150 points)
+1
Fatwa:333-265/sd=4/1440 ঐটা নিখে গুগলে সার্চ দিন। তাহলে আসবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...