আসসালামু আলাইকুম, শায়েখ আমার এক বান্ধবির শ্বশুড় বাড়িতে চলা খুব কঠিন,তারা অনেক কথা শুনায়,দেবরের সামনে পর্দার কোনোই দাম দেয়না৷ পর্দাতো দূরের কথা সতর পর্যন্ত দেখে ফেলসে,এবং সেটা তার ওই বাড়ির মানুষের কাছে খুবই স্বাভাবিক৷ শায়েখ,আমার বান্ধবি তার বাবার বাড়ি থেকে খুব ১ টা স্ট্রং ব্যাকগ্রাউন্ড না৷ আপনাকে বুঝাতে পারবো কিনা জানিনা৷ ওর আম্মু ছোট থাকতে চলে গেসে৷ বাবার ২য় বিয়ে করেছিলেন পরে৷ তো সর্বোপরি আমার মনে হয় যদি বান্ধবির বাবার বাড়ি থেকে স্ট্রং পজিশন থাকতো, তবে শ্বশুড় বাড়ির মানুষদের এরকম নোংরা(অনেক কিছু সব বলা সম্ভব হচ্ছেনা) কিছুটা কমতো৷ তো যেহেতু সে সুযোগ নেই৷
১)আমার আব্বুর কথা আগের ফতোয়াতে আছে
https://ifatwa.info/62721/
,আমি আমার ডিশ ব্যবসায়ী পিতার বিবাহিত মেয়ে৷ আপনারা জানিয়েছেন আব্বুর দেয়া টাকা কাউকে বিনা সোয়াবের আশায় সদকা করতে বা হাদিয়া বা অন্য কোনো ভাবে আব্বুদের কাছে ফেরত দিতে৷ এখন আমি চাচ্ছি আমার সেই বান্ধবির যেনো একটা স্ট্রং পজিশন থাকুক তার শ্বশুড় বাড়ির কাছে,তাই মাঝে মাঝে তার বাড়িতে যাবো, সাথে বেশি পরিমাণ ভালো খাবার নিবো আব্বুর টাকায়৷ এজায়গায় টাকা খরচ করা জায়েজ আছে? আমার মূল নিয়ত এভাবে আস্তে আস্তে তাদের দিল নরম হলে, যদি কিছুটা সহজ হয় বান্ধবির জন্য, আর কখনো যদি ইসলাহ করা সম্ভব হয় (জানিনা আদোউ পারবো কিনা)৷ সে iom এ পড়তো বাটন ফোন ছাড়া কিছু ব্যবহার করতে দেয়না৷ এতো বাজে অবস্থা৷ এজন্য ইলমের সংগেও নেই৷
২) এই বান্ধবির দাদু অনেক অসুস্থ, টাকার সমস্যা,ওনাকে আব্বুর টাকা দেয়া জায়েজ হবে? (এই দাদুর কাছে সে বড় হইসে)
৩) আব্বুর টাকায় আব্বু ছাড়া কাদের হাদিয়ে দিতে পারবো,আব্বুর অধীনস্ত হিসেবে আম্মুকে,বোনকে দিতে পারবো? আর ভাইয়া ২৭ বছরের তাকে দিতে পারবো?
(উল্লেখ্য,আমার স্বামি প্রচুর ঋনগ্রস্থ, তাই উপরের এসবে আমি নিজের থেকে দেয়ার মতো সামর্থ্য নেই,আব্বু অল্প কিছু টাকা বাধ্য হয়ে নিতে হলো,উনি অনেক কষ্ট পাচ্ছিলেন নিচ্ছিলামনা বলে)