আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
আমাদের গ্রামে জন্মদিন খুব করে প্রচলিত। কেক কাটা,বিরিয়ানি খাওয়া ইত্যাদি কিছুই বাদ যায় না।
প্রতিবেশিরা দাওয়াত দেয়,,,আমি একদমই এইসবের আসেপাশে যাইনা আলহামদুলিল্লাহ।আমার ছোট বোন ক্লাস ৪ এ পড়ে।
ওকেও এখন থেকেই এইসব থেকে বিরত রাখছি আলহামদুলিল্লাহ।
ও যেতে চায় না এইসবে কিন্তু পরিবারে অনেক সদস্য বলে ছোট মানুষ গেলে কিছু হবে না।
১বিরিয়ানি, কেক ইত্যাদি ঘরে দিয়ে যায়। আমরা রাখতে চাইনা তারপর ও দিয়ে যায়।এই খাবার খাওয়া জায়েজ হবে?
২,কাল আমাদের পরিবারে এমন একটা দাওয়াত ছিলো আমরা যাইনি।বাবার কাছে একজন কথা লাগিয়েছে,,বাবা বলছে যাও নাই কেন?
এই সেই অনেক কথা।বুঝালাম,, বুঝলো না।
পরে বললাম আমরা ভাত খেয়ে ফেলেছি।তখন বলছে তাহলে তাদের গিফট হিসেবে টাকা দিয়ে এসো।
আমার দাদিকে দিয়ে টাকা দিয়ে পাঠিয়েছি।এতে কি আমাদের গুনাহ হবে?