ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আবাসিক হলের বিদ্যুৎ দিয়ে চা/কফি বানানোর জন্য ওয়াটার হিটার দিয়ে পানি গরম করা যাবে না। কাগজে কলমে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে। তাই কর্তৃপক্ষের সরাসরি বা মৌন অনুমোদন ব্যতিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
(২)আপনারা আমার বিগত প্রশ্নে বলেছিলেন, গাইর মুয়াক্কাদা বা মুস্তাহাব নিয়ত ছাড়া করলে সওয়াব পাওয়া যাবেনা। এছাড়া অন্যান্য আমল যেমন সুন্নাতে মুয়াক্কাদা,ওয়াজিব,ফরজ,নফল এসবের ক্ষেত্রে নিয়ত ছাড়া অভ্যাস বশত করলে সেটারও পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না।
কেউ যদি পর্দা করে, এটা ফরজ ভেবে নয়।বরং তার ভাল লাগে,কাউকে দেখাতে ভাল লাগেনা তাই।আল্লাহর হুকুম পালনের নিয়তে করেনা।এটারও বিধান পূর্বের মতই।
হ্যা কাজটি শরীয়তের দৃষ্টিতে উত্তম হিসেবে পরিগণিত হবে।
(৩)
(৪) এমতাবস্থায় প্রশ্নের জবাবকে পাশ কাঠিয়ে যেতে হবে।কোনো উপায় না থাকলে তাওরিয়াহ করবেন।তাওরিয়া হল, আপনি এমনভাবে কথা বলবেন যে, আপনি উদ্দেশ্য নিবেন একটি আর শ্রুতা বুঝবে অন্যটি।
(৫) নামাজে 'সামি'আল্লাহু... ' বলার বদল ভুলে আল্লাহু আকবার বলে রুকু থেকে উঠলে নামাযে কোনো সমস্যা হবে না।
(৬)
সে যেহেতু ২০১৫ তে বালেগ হয়েছে, তাই তার উচিৎ ছিল, সে ২০১৫ এর কাযা রোযা রাখবেন। সে ২০১১ এর নিয়তে কাযা রোযা রাখার কারণে কাযা আদায় হবে না।সুতরাং তাকে ২০১৫ থেকে আবার কাযা করতে হবে।
لما في الهندية ج١: ص:١٩٦
إذَا وَجَبَ عَلَيْهِ قَضَاءُ يَوْمَيْنِ مِنْ رَمَضَانَ وَاحِدٍ يَنْبَغِي أَنْ يَنْوِيَ أَوَّلَ يَوْمٍ وَجَبَ عَلَيْهِ قَضَاؤُهُ مِنْ هَذَا الرَّمَضَانِ، وَإِنْ لَمْ يُعَيِّنْ الْأَوَّلَ يَجُوزُ، وَكَذَا لَوْ كَانَ عَلَيْهِ قَضَاءُ يَوْمَيْنِ مِنْ رَمَضَانَيْنِ هُوَ الْمُخْتَارُ، وَلَوْ نَوَى الْقَضَاءَ لَا غَيْرُ يَجُوزُ، وَإِنْ لَمْ يُعَيِّنْ كَذَا فِي الْخُلَاصَةِ.