আমার শশ্বরবাড়ি থেকে আমার শ্বাশুড়ি এবং ননাস আমার জাওজের জন্য একটা বক্সে খাবার(গ্রাম বাংলায় ছাতু বলে) সেটা পাঠিয়েছে যেখানে শুকনো শিম পাতা(বক্সের উপর ছড়ানো) কয়লা,সরিষা দানা(একচা কাপড়ের পুটলায় বাধা)এগুলো ছিলো ,এটা খাওয়া ঠিক হবে ?? আমার শ্বাশুড়ি তাবিজ কবজ,ঝাড় ফুক এগুলোতে বিশেষ বিশ্বাসী না হলেও আমার ননাস সামান্য বিষয়েও কবিরাজ,তাবিজ,এগুলোতে বিশ্বাসি ,তবে উনি কুফরি করে কি না সেই বিষয়ে জানি না । শশ্বরবাড়ি থেকে আরো অনেক খাবার ই পাঠিয়েছে রান্না করা মুরগির মাংস,ডাল,পিঠা এগুলো একহাথে ব্যাগে থাকলেও ঐ ছাতুর বক্সটা,গরুর শুটকি, ডালের আলাদা বেগে দেয়া হয়েছিলো । জিজ্ঞেস করলে বলেছে প্রেগনেন্সি অবস্থায় এই খাবারগুলো নিলে নাকি নজর লাগে তাই ঐ বক্সটা এভাবে দিয়েছে ,বুঝতে পারছি না এটা খাওয়া কি ঠিক হবে ?? তাছাড়া আমার শশ্বুরবাড়ির অনেকেই এরকম কুফরি,তাবিজ ,ঝাড় ফুকে বিশ্বাসি ।
প্রেগনেন্ট অবস্থায় আমার এবং আমার জাওজের এই খাবারগুলো খাওয়া কি উচিত হবে ??তবে আমরা যে বক্সটা একদম নরমাল ছিলো ঐ বক্সের খাবার খেলেও আরেকটা বক্সের খাবার খাইনি ,আমার জাওজকে নিষেধ করলেও সে এগুলো বিশেষ পাত্তা দিচ্ছে না ,কিন্তু আমি খুব ভয় পাচ্ছি এই খাবারটা খেতে + আমার জাওজকে খাওয়াতে ।
২৷ প্রেগনেন্ট অবস্থায় কোনো প্রকার পাটপড়া নেয়া কি জায়েজ ??
৩| বাচ্চা হচ্ছে না বলে কোনো মহিলার কাছ থেকে রসুন,আরো কবিরাজি বিভিন্ন খাবার খাওয়া কি উচিত ! এই নিয়তে যে এটা খেলে বাচ্চা হবে ??আর যারা এ ধরনের বিষয়গুলো করতে বলে তাদের এই চিন্তাটা কি কুফরি পর্যায়ের ??