আসসালামু আলাইকুম.
গতরাতে আমি আমার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে আমার স্ত্রী আমাকে বলে, "আল্লাহকে স্বাক্ষি রেখে বল, যদি তুমি দিনে ১ ঘন্টার বেশি ফোন ব্যাবহার কর তবে আমি তোমার জন্য তালাক হয়ে যাব"। আমিও রাগের মাথায় কথা গুলা আমার স্ত্রীকে বলে ফেলি যে, আমি যদি ১ ঘন্টার বেশি ফোন ব্যাবহার কর তবে তুমি আমার জন্য জন্য তালাক হয়ে যাবা। আল্লাহ সাক্ষি।
এখন,
১. আমি যদি ভুলবশত দিনে ১ ঘন্টার বেশি ফোন চালায়ে ফেলি তাহলে কি আমার স্ত্রীর উপর ১ তালাক পতিত হবে? নাকি তিন তালাক?
২। আমার রাগ কমে যাওয়ার পর আমি আমার কসম উঠায়ে নিছে। সেক্ষেত্রে কসম ভংগের কাফফারা দিয়ে দিলে কি তালাক বাতিল হয়ে যাবে? নাকি তাও তালাক বলবৎ থাকবে?
বি: দ্র: আমি তালাকের নিয়তে বলি নাই। আমার স্ত্রী রেগে বারবার প্রেসার দিচ্ছিল কসম করার। স্ত্রী যেহেতু চাচ্ছে তাই আমিও বলে ফেলছি কথাটা। এখন দিনে 1ঘন্টা কম সময় ফোন চাল্লাচ্ছি।