জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
أَعْرَف [عرف]
[আ'রফ,আ'রাফ] শব্দের অর্থঃ-
অধিক জানে এমন।
অধিকতর জ্ঞানের অধিকারী।
أَعْرَف مث عَرْفَاء ج عُرْف [عرف]
[আ'রফ] শব্দের অর্থঃ-
ঝুঁটিওয়ালা (মোরগ)
কেশরওয়ালা (ঘোড়া)
উঁচু (ভূমি)
আরাফ নামের আরো কিছু অর্থঃ- উচ্চতা,শীর্ষ, শিখর।
আদিয়ান নামের অর্থ হচ্ছে ধর্ম, ধর্মচারণ, দ্বীন।
এটি মূলত দীন শব্দের বহুবচন।
دِين ج أَدْيَان
[দীন] শব্দের অর্থঃ-
দ্বীন
ধর্ম
ধার্মিকতা
ধর্মবিশ্বাস
প্রথা
বিচার
প্রতিদান
আনুগত্য।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ছেলে সন্তানের নাম "আরাফ আদিয়ান" রাখা মুনাসিব হবে।
তবে "আ'রাফ হাসান" বা "আ'রাফ হাসানাত" এভাবেও নাম রেখে দিতে পারেন।
حَسَنَة ج حَسَنَات
[হাসানাহ,হাসানাতুন] শব্দের অর্থঃ-
ভাল কাজ
মঙ্গল
কল্যাণ
পুণ্য
নেকি
গুণ
উত্তম বৈশিষ্ট্য
সৌন্দর্য তিলক।