ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কবিরা গোনাহ করলে কেউ কাফির হয় না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260
কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে?এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/786
সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/779
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
খৃষ্টান কলেজে না পড়ার পরামর্শ আমরা ইতিপূর্বে দিয়েছি। যদি কেউ পর্দাকে ফরয জানা সত্বেও খৃষ্টান কলেজে ভর্তি হয়ে যায়, তাই সে কাফির হবে না।কেননা সে তো আর পর্দাকে অস্বীকার করছেনা। মূলত পর্দাকে অস্বীকার করাই কুফরি।