ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অজু, এবং তায়াম্মুমের কোনো ব্যবস্থা না থাকলে তখন নামায না পড়ে বরং নামাযীর সাদৃশ্য গ্রহণ করা হবে।
(২)
নারী কর্তৃক পুরুষ দেখা
فَأَمَّا نَظَرُ الْمَرْأَةِ إلَى الرَّجُلِ فَهُوَ كَنَظَرِ الرَّجُلِ إلَى الرَّجُلِ لِمَا بَيَّنَّا أَنَّ السُّرَّةَ وَمَا فَوْقَهَا وَمَا تَحْتَ الرُّكْبَةِ لَيْسَ بِعَوْرَةٍ مِنْ الرَّجُلِ وَمَا لَا يَكُونُ عَوْرَةً فَالنَّظَرُ إلَيْهِ مُبَاحٌ لِلرِّجَالِ وَالنِّسَاءِ كَالثِّيَابِ وَغَيْرِهَا---الي ان قال----
وَإِنَّمَا يُبَاحُ النَّظَرُ إلَى هَذِهِ الْمَوَاضِعِ إذَا عَلِمَ أَنَّهُ لَا يَشْتَهِي إنْ نَظَرَ
নারী কর্তৃক পুরুষ দেখার বিষয়টা যেমন, পুরুষ কর্তৃক কোনো পুরুষকে দেখা। যেমন, আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি, নাভীর উপরের অংশ এবং ঘন্টার নিচের অংশ সতরের অন্তর্ভুক্ত নয়। আর যা সতরের অন্তর্ভুক্ত নয়, সেইদিকে থাকানো নাজায়েয নয়। নারী পুরুষ সকলের জন্য থাকানো বৈধ।নারীদের জন্য পুরুষদের দিকে তাকানোর উক্ত বিধান ফিতনা না থাকা অবস্থার জন্য প্রযোজ্য। (মাবসুত-সারখাসি১০/১৪৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/586
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অনলাইনে আলেমের ওয়াজ শোনার সময় আলেমের চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনা যাবে যদি ফিতনার কোনো আশংকা না থাকে।
(৩)
প্রোজেক্টর বা বায়স্কোপের মাধ্যমে পুরুষ বক্তার ওয়াজ হলে, এক্ষেত্রে আলেমের দিকে তাকিয়ে ওয়াজ শোনা জায়েজ হবে, যদি ফিতনার কোনো আশংকা না থাকে।