আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
নকল করা, জালিয়াতি করা ইত্যাদি নাজায়েয ও হারাম। তা ক্রয়-বিক্রয়ে হোক বা পরীক্ষায় হোক সর্বাবস্থায় ই নাজায়েয।
১। পরীক্ষা হলে এমন অবস্থা হয় যে, আমি একটা প্রশ্নের উত্তর পারবো কিন্তু উত্তরের প্রথম লাইন টা মনে পড়ছে না, কারো কাছ থেকে উত্তরের প্রথম লাইনটি জেনে নেওয়া যাবে কি?
২। প্রশ্নের উত্তর নিজেই লিখেছি, আর ২-১/৪-৫ মার্ক এর উত্তর লিখতে পারবো পাস করবো। না লিখতে পারলে ফেল হবে এ অবস্থায় কি কারো দেখে লিখা যাবে?
জাযাকাল্লাহু খইরন।