আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,
১.সম্প্রতি অনলাইনে একটা বায়োডাটা পছন্দ হয়েছে কিন্তু কুফুর ব্যাপার এ আমার কিছু সন্দেহ রয়েছে ছেলের ফ্যামিলি শিক্ষিত আমার ফ্যামিলি শিক্ষিত আলহামদুলিল্লাহ তবে তাদের চেয়ে কিছুটা পিছিয়ে,, ছেলের পরিবারের দ্বীনদারিতা আমার পরিবার থেকে অনেকটা বেশি,, আমার পরিবার মধ্যবিত্ত, শিক্ষিত, সমাজ এ সম্মানিত এবং আমাদের বংশ মর্যাদার দিক দিয়েও আল্লাহ তা'লা সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ , ছেলের বায়োডাটাতে তিনি লিখেছেন সামাজিক অবস্থান মধ্যবিত্ত তবে উনাদের অবস্থান আমাদের চেয়ে এগিয়ে বলেই মনে হয়েছে,, ( এই বায়োডাটা পছন্দ হওয়ার কারণ ছিলো ছেলে + ছেলের পরিবারের দ্বীনদারিতা),,, এমন পরিবেশ পাওয়া বর্তমান সময়ে অনেকটা কঠিন,,, আবার ছেলের জেলাও আলাদা তবে উনি কোন জেলা বিষয়ক শর্ত বায়োডাটা তে দেননি,,,
২. ছেলে উনার পেশায় লিখেছেন যে উনি ব্যাংকের আইটি অফিসার তবে উনার চাকরি সরাসরি সুদের সাথে সম্পর্কিত নয় আবার উনি চেষ্টা অন্য কোন কিছু করার সম্পুর্ন চেষ্টা করছেন,,
এমতাবস্থায় এই বিষয়গুলো বিবেচনায় এনে আমাদের কি তাদের সাথে যোগাযোগ করা উচিত কিনা এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন ইনশাআল্লাহ,,