আমি একজন ওয়াসওয়াসার রুগী। আমার ঈমান, তালাক, পরিস্কারের ব্যাপারে ওয়াসওয়াসা রয়েছে। তালাকের ওয়াসওয়াসা অনেক ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে। নেই বললেই চলে। তবে, ঈমান ও পরিষ্কারের ব্যাপারে ওয়াসওয়াসা কিছু আছে।
আজকে আমার কাছে মনে হল আমি যদি উমুুুক কাজটি না করি - তাহলে তালাক। - এটা আমি উচ্চারণ করে বলেছি কি না মনে করতে পারছি না। আমার মনে হয় উচ্চারণ করিনি। ২০ মিনিট আগের ঘটনা কিন্তু মনে করতে পারছিনা। তবে, উচ্চারণ না করলেও মনে মনে এটা শর্ত এসেছে সেটা আমি মনে হয় সম্মতি দিয়েছি।
১. এখন কি আমি সেই কাজ না করলে কি শর্তযুক্ত তালাক হয়ে যাবে?
২. আমি যদি সত্যিই উচ্চারণ করে থাকি এবং সেটা ওয়াসওয়াসা ভেবে বাদ দেই তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? নাকি উচ্চারণ মনে করিয়ে আল্লাহ আমায় শাস্তি দিবেন?
৩. আমার প্রচুর ভয় হচ্ছে। কারণ, এখন তো আমার তালাকের ব্যাপারে তেমন ওয়াসওয়াসা নেই। তাহলে আজকে কেন এমন হল?