জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলাম বলেছে, কমপক্ষে দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষী থাকতে হবে।
তাছাড়া প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে বিয়ে করলে বিয়ে হবে না। বিয়ের আকদের সময় দুইজন পুরুষ ভা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী রাখতে হবে।
আল্লাহ তায়ালা বলেনঃ
واستشهدوا شهيدين من الرجالكم فإن لم يكونا رجليين فرجل وامرأتان
তোমরা দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে রাখো।
যদি দুইজন পুরুষ না হয়,তাহলে একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী হিসেবে থাকতে হবে।
নবী ﷺ বলেছেন,
لا نكاح إلا بوليّ وشاهدين
অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
অপর হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,الْبَغَايَا اللاَّتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ তারা হলো ব্যভিচারিনী যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। (তিরমিযি ১১০৩)
শরীয়তের বিধান অনুযায়ী সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার ৩/৯ ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৬৮)
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আসলেই এই ভাবে বিবাহ হয়ে থাকে,(যেখানে সাক্ষী হিসেবে ছিলো শুধু একজন পুরুষ আর একজন মহিলা) তাহলে শরিয়তের দৃষ্টিতে এই বিয়ে সম্পন্ন হয় নি, সুতরাং তাওবা করে কমপক্ষে দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে দ্রুত বিয়ে সম্পন্ন করে নিতে হবে।