ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অাল্লাহ তা'আলা বলেন,
ﻭَﺇِﺫْ ﺗَﺄَﺫَّﻥَ ﺭَﺑُّﻜُﻢْ ﻟَﺌِﻦ ﺷَﻜَﺮْﺗُﻢْ ﻷَﺯِﻳﺪَﻧَّﻜُﻢْ ﻭَﻟَﺌِﻦ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑِﻲ ﻟَﺸَﺪِﻳﺪٌ
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (সূরা ইবরাহিম-৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত আয়াত আল্লাহ প্রদত্ত নিয়ামতের মুকাবেলায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের কথা বলা হচ্ছে। সুতরাং নিজ অধিকার কোথাও পাওনা রয়েছে বলে মনে হলে, সেখানে সেই অধিকারকে চাওয়া যাবে, অধিকার পাওয়ার জন্য আবেদন করা যাবে। সুতরাং বোর্ডে চ্যালেঞ্জ করা যাবে, এতেকরে কুরআনের আয়াতের খেলাপ হবে না।