https://ifatwa.info/61766/
এই জিজ্ঞাসার জবাবে লিখেছেন-
"(১) আপনার বর্ণিত বিবরণ অনুযায়ী কোনো শর্ত পতিত হবে না।তালাক বা তালাকের শর্ত পতিত হবে।"
বিষয়টি পরিস্কার হল না। প্রথম বাক্যে লিখেছেন শর্ত পতিত হবেনা, দ্বিতীয় বাক্যে লিখেছেন হবে। এখানে কি কোনো টাইপিং করতে ভুল হল?
মূলত ১নং প্রশ্নটি ছিল- শর্তযুক্ত তালাকের শর্ত কি পতিত হবে? (অর্থাৎ শর্ত কি উচ্চারিত হয়ে গেল?) মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পরে কাজটি করলে কি ব্যাক্তিটির বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হবে?
প্রশ্নটি আরেকবার বিস্তারিত পড়ে জবাবটি দেখার অনুরোধ করছি।