স্ত্রী কিছুদিন ধরে তা*** এর ওয়াসোয়াসায় রয়েছে।
স্বামী স্ত্রীর এইসব দেখে অনেক বিরক্ত হয়।
স্ত্রী সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। স্বামীর যেই কোনো কথা শুনতে স্ত্রী ভয় পায়।
কারন স্ত্রী তা*** এর এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করছিল, তাই স্বামীকে বার বার সব কথায় নিয়ত জিজ্ঞেস করছিল সব কথায়।
তখন স্বামী স্ত্রীকে তা*** শব্দ উচ্চারণ না করে বলে,
"কিছু হইলে তোমার জন্য হবে
"আল্লাহ না করুক কিছু হইলে তোমার জন্য হবে"
"কিছু হইলে তোমার বাড়াবাড়ি জন্য হবে।"
তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করল, কেনো তুমি কি চাও ওইরকম কিছু হউক?
তখন স্বামী বলে, "না, ওইরকমকিছু (তা****) হউক চাই না। তাহলে তুমি এইসব নিয়ে ভাবা বাদ দাও।"
এইখানে স্বামীর কথা "ওইরকমকিছু (তা****) হউক চাই না। তাহলে তুমি এইসব নিয়ে ভাবা বাদ দাও।" এই বাক্যটি কি শর্তযুক্ত তা*** এর বাক্য?
স্ত্রী যদি পরবর্তীতে তা*** এর ওয়াসোয়াসায় পরে কিছু ভাবতে যায় তাহলে কি তাদের বিবাহের কোনো ক্ষতি হবে?