১. স্বামী তার স্ত্রীকে স্পষ্ট বাক্যে তা*** এর অধিকার দিয়েছিল কি না স্বামীর মনে নাই। স্বামীকে যখন স্ত্রী জিজ্ঞেস করে সে কখনো স্পষ্ট বাক্যে অধিকার দিয়েছিল কি না, তখন স্বামী যদি মিথ্যা বলে সে দিয়েছিল তাহলে স্ত্রী কবে থেকে অধিকার প্রাপ্ত হবে? যেদিন স্বামী মিথ্যা বলে বলেছে অধিকার দিয়েছি, সেই দিন থেকে নাকি আগে থেকেই পেয়ে যাবে?
২. স্বামী আগে অধিকার দিয়েছিল মনে না থাকার কারনে স্বামী যদি মিথ্যা বলে যে তা*** এর অধিকার দেয় নাই, কারন স্বামীর আগের কিছুই মনে নাই। স্ত্রীর ও স্পষ্ট মনে নেই এই ব্যাপারে।
তখন স্বামী যদি বলে সে অধিকার দেয় নাই তাহলে কি স্বামীর কথাই সঠিক হবে? স্ত্রী কি অধিকারপ্রাপ্ত হবে?