আসসালামু আলাইকুম।
অনেক জায়গায় দেখা যায় মেয়ের বিয়ের পরে পুরো এক বছর সিজন অনুযায়ী ছেলের বাড়িতে খাবার পাঠায়,আম কাঠাল,পিঠা,কুরবানে গরু,ছাগল।রোজায় ইফতারি ঈদে কাপড়।কারো সামর্থ্য আছে তাই দেয় কেও বা রীতি হয়ে গেছে না থাকলেও বাধ্য হয়ে দেয়।আমার কাছে এইসব নিকৃষ্ট লাগে।
এখন দেখা যায় অনেক রিলেটিভ এর বাসা থেকে এমন খাবার আসে,মানে উনারা ছেলের জন্য বউ এনেছে,বউয়ের বাবার বাড়ি থেকে যখন খাবার আসে তা তারা রিলেটিভ এর মাঝে বিতরন করে।বুঝার উপায় নেই মেয়ের বাবা মা খুশি মনে দিয়েছে না বাধ্য হয়ে দিয়েছে।বলেন শাইখ এই খাবার গুলো খাওয়া জায়েজ হবে কিনা?