আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


১.মাহারাম ছাড়া নারীদের সফরের দূরত্ব কত? কেমন শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক ছাড়া শিক্ষা সফরে বাধ্যতামূলক সম্পূর্ণ বা অর্ধ ফি কেটে রাখলে সেই শিক্ষা সফরে নারী শিক্ষার্থীদের মাহরাম ছাড়া যেতে পারবে কি? শিক্ষা সফরে না যাওয়া সত্বেও এভাবে ফি কেটে রাখা শিক্ষার্থীদের ওপর জুলুম করার অন্তর্ভুক্ত হবে কি?
২. ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করা যাবে ?


৩. ছেলে না থাকলে বাবা মা কি মেয়েদের সব সম্পত্তি দিয়ে দিতে পারবেন ?


৪. দাবি নেই এমন জিনিস না বলে নিয়ে গেলে, তার কি কোনো গুনাহ হবে ?


৫. ইসলামের কোনো বিধানে নাখোশমূলক কথা বলে ফেললে গুনাহ হবে কি ? এক্ষেত্রে কবরণীয় কি ?

1 Answer

0 votes
by (565,890 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
কোনো নারীর জন্য দুরবর্তি সফর (৭৮ কিলোমিটার)  মাহরাম পুরুষ ছাড়া করা জায়েজ নেই।

হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ. فَقَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللّٰهِ اكْتُتِبْتُ فِىْ غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِىْ حَاجَّةً قَالَ: اِذْهَبْ فَاحْجُجْ مَعَ اِمْرَأَتِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

 [‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পুরুষ যেন কক্ষনো কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় নির্জনে একত্র না হয়, আর কোন স্ত্রীলোক যেন কক্ষনো আপন কোন মাহরাম ব্যতীত একাকিনী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে। আর আমার স্ত্রী একাকিনী হজের উদ্দেশে বের হয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ/হজ করো।

সহীহ : বুখারী ৩০০৬, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৩৪, সহীহ ইবনু হিব্বান ৩৭৫৭।

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُسَافِرُ مَسِيرَةَ لَيْلَةٍ، إِلَّا وَمَعَهَا رَجُلٌ ذُو حُرْمَةٍ مِنْهَا

আবূ হুরাইরাহ (রাযি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো মুসলিম নারীর জন্য সাথে মাহরাম (যার সাথে বিবাহ হারাম এমন আত্মীয়) ছাড়া এক রাতের রাস্তা সফর করা বৈধ নয়।
(আবু দাউদ ১৭২৩)

বিস্তারিত জানুনঃ  

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
যদি সফর ৭৮ কিলোমিটার চেয়ে কম হয়,সেক্ষেত্রে রাস্তা নিরাপদ হলে,আর ফিতনার কোনো আশংকা না থাকলে.সফরটি যদি রাতে না হয়,সেক্ষেত্রে মাহরাম পুরুষ ছাড়া সফর করা জায়েজ হবে।

আর যদি সফর ৭৮ কিলোমিটার দূরত্বে হয় বা তার চেয়ে বেশি হয়,সেক্ষেত্রে উক্ত সফরে মাহরাম পুরুষ ছাড়া যাওয়া কোনোভাবেই জায়েজ হবেনা।

আরো জানুনঃ- 

★শিক্ষা সফরে নারী শিক্ষার্থীরা মাহরাম ছাড়া যেতে পারবেনা।

বিস্তারিত জানুনঃ- 

★শিক্ষা সফরে না যাওয়া সত্বেও এভাবে ফি কেটে রাখা শিক্ষার্থীদের ওপর জুলুম করার অন্তর্ভুক্ত হবে। 

(০২)
ব্যবসায় শিক্ষা শাখায় পড়াশোনা করা যাবে।

(০৩)
এক্ষেত্রে অন্যান্য ওয়ারিশ তথা বাবা মার ভাই বোন যদি থাকে,সেক্ষেত্রে তাদেরকেও তাদের অংশ দিয়ে বাকি টুকু মেয়ের নামে লিখে দিতে পারবে।

আর যদি বাবা মার ভাই বোন ইত্যাদি অন্য কোনো ওয়ারিশ না থাকে,সেক্ষেত্রে বাবা মা মেয়েদের সব সম্পত্তি দিয়ে দিতে পারবেন।

(০৪)
সে যদি আগেই বলে থাকে যে এর উপর আমার দাবি নেই,সেক্ষেত্রে না বলে নেয়াতে গুনাহ হবেনা।

(০৫)
হ্যাঁ, গুনাহ হবে।
এর দরুন আল্লাহর কাছে তওবা করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...