১. একজন মানুষ, উনার আগে মধ্যযোগীয় বাংলা সাহিত্য নিয়ে আগ্রহ ছিলো, এগুলো বেশি শুনতেন, ওইখানে এক টা গানের লাইনে অনেক হিন্দুয়নী প্রভাব ছিলো। এমন গানের একটা লাইন ছিলো যেখানে সেই কবি বলছেন " আমার মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই"। (মূলত ওই কবি কালীর উপাসনার সুযোগ পাওয়া বুঝিয়েছিলো, মূলত এই লাইনের ব্যাখা এটা)
এই গান গাইলেও এই লাইনটা উনি গাইতেন বলে পরিষ্কার মনে পরছে না। তবে গেয়ে থাকলে। কি কুফর হবে?(উনার অন্য কোনো কিচ্ছু লর উপাসনার কোনো বিন্দ ও ইচ্ছা নাই)
২. এই লাইন শুনে উনি একদিন বলেছিলেন,"তার মানব জনম, রাঙ্গা চরণ পেলে সফল হবে" (ওই ব্যাখা জেনেই বলেছিলেন) কিন্তু এই কথা বিশ্বাস করতেন না। ওই কবি বলায় বলেছিলেন।
এজন্য কি কুফর হবে?
৩. এরকম অনেক গানেই হিন্দুত্ববাদের কথা ছিলো হয়তো উনি এসব বলেছেন,বা গবেষণার জন্য বলেছেন, ব্যাখা করেছেন। কিন্তু বিশ্বাস করেন নি, তাও বলার ধরুন কি কুফর হবে?
৪. ছরকাত চলা কালীন ব্যক্তির সামনে ইস্তেগফার পাঠ করলে ওইটা সেই ব্যক্তির হিসাবে গণ্য হবে। এমন কথা কি শরিয়ত সম্মত? না হলে কি কুফর পর্যায়ের?একজনজে গতকাল বলতে শুনলাম।