আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
174 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আমরা জানি যে, সমকামীতা ইসলামের দৃষ্টিতে একটি জঘন্যতম অবৈধ কাজ। এই সমকামীতা নিয়ে কিছু প্রশ্নঃ

১. যদি কোনো ছেলে অন্য কোনো ছেলেকে বিয়ে করে বা কোনো মেয়ে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তাহলে কি তাদের মধ্যে বিয়ে হয়ে যায়? নাকি সে বিয়ে কোনো বিয়ে বলেই গণ্য হবে না, যেহেতু সমকামিতা অবৈধ?

২. কোনো ছেলে বন্ধু যদি অপর কোনো ছেলে বন্ধুকে মজার ছলে অথবা সিরিয়াসলি বউ বলে সম্বোধন করে এবং যাকে বউ বলে সম্বোধন করা হয়েছে সে যদি সেই প্রস্তাব নির্জনে অথবা মানুষ জনের সামনে মেনে নেয়, তাহলে কি তাদের মধ্যে বিয়ে হয়ে যাবে?

৩. কোনো ছেলে অতীতে সমকামীতায় লিপ্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তওবা করে ফিরে এসে কোনো মেয়েকে বিয়ে করলে কি সেই বিয়ে বৈধ হবে ? যদি বিয়ে বৈধ হয় তাহলে পূর্বের সেই সমকামী পাপের কথা গোপন করলে কি বিয়েতে প্রতারণা করা হবে?

1 Answer

0 votes
by (61,230 points)
edited by

بسم الله الرحمن الرحيم

জবাব,

https://www.ifatwa.info/11844 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, আল্লাহ তা’আলা বলেন,

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ

এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।

হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ )

যদি তোমরা সমকামী কাউকে পাও,তাহলে তাদের উভয়কে হত্যা করো(এ নির্দেশ সরকারের জন্য) (সুনানে আবি-দাউদ-৪৪৬২,সুনানে তিরমিযি-১৪৫৬,সুনানে ইবনি মা'জা-২৫৬১)

মুসলসমানদের রাষ্ট্রীয় বিধান হল, সমকামীদের হত্যা করা। সমকামীদের বিধান রাষ্ট্র বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয় আইন হওয়ার জন্য সয়কারের নিকট আবেদন করতে হবে। প্রয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচি নেয়া যেতে পারে। কোনো মুসলমানের জন্য ব্যক্তিগত ভাবে শরয়ী শাস্তি প্রয়োগ ও বাস্তবায়নের কোনো সুযোগ নাই।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

১. ছেলে ছেলেকে বা মেয়ে মেয়ে বিয়ে করা সম্পূর্ণ হারাম। এটি  সমকামিতার অন্তর্ভুক্ত। সমকামিতা অনেক ঘৃণিত কাজ, নষ্ট মন মানসিকতার বহিঃপ্রকাশ। মুসলসমানদের রাষ্ট্রীয় বিধান হল, সমকামীদের হত্যা করা। সমকামীদের বিধান রাষ্ট্র বাস্তবায়ন করবে। রাষ্ট্রীয় আইন হওয়ার জন্য সরকারের নিকট আবেদন করতে হবে।

২. জ্বী না তাদের বিয়ে হবে না। উক্ত কথা যদি সমকামিতাকে হালাল মনে করে বলে তাহলে তা কুফরি। যদি কেউ হালাল মনে সমকামিতা করে, তাহলে তার ঈমান চলে যাবে। তবে হালাল মনে না করে যদি কেউ সমকামিতাকে মহব্বত করে, তাহলে তার ঈমানে কোনো সমস্যা না হলেও সে গোনাহগার হবে।

৩. যদি পরিপূর্ণ রুপে তওবা করে তাহলে বিবাহ করা জায়েয আছে। এক্ষেত্রে পূর্বের সমকামিতার গুনাহ গোপন করাই শ্রেয়। যেহেতু সে উক্ত গুনাহ থেকে তওবা করেছে। তবে যৌন অক্ষমতা, বন্ধ্যাত্ব ও সন্তান পালনগত অক্ষমতা বা জন্মগতভাবে বড় ধরনের কোন রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে তা বিয়েতে গোপন করা জায়েয নেই। কেননা তা ধোকার অন্তর্ভুক্ত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...