বিশেষ একটি কাজ করার জন্য এক ব্যাক্তিকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ (বস) তাগিদ দিচ্ছে। নিয়মানুযায়ী কাজটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরই করার কথা। বিষয়টি নিয়ে ব্যাক্তিটি পেরেশান ছিল। বিষয়টি নিয়ে ব্যাক্তিটি তার স্ত্রীর সাথে আলোচনা করার এক পর্যায়ে ব্যাক্তিটির মনে ওয়াসওয়াসা আসে এবং এরুপ কল্পনা মনে চলে আসে যে, সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কাজটি না করলে স্ত্রী তালাক হবে। যদিও মুখে তা উচ্চারণ করেনি। বরং ওয়াসওয়াসা আসার পরপরই এটা উচ্চারণ করেছে যে, অফিস (অর্থাৎ সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ) কাজটা না করলে তো ঝামেলা।
ওয়াসওয়াসা আসার ফলে ব্যাক্তিটি ইচ্ছা করেই ঝামেলা শব্দটি উচ্চারণ করে যাতে করে ওয়াসওয়াসার চিন্তাটি মুখে উচ্চারিত না হয় এবং তালাকের শর্ত পতিত না হয়।
বর্তমানে নানারকম চিন্তা/ওয়াসওয়াসা মাথায় আসছে।
প্রশ্ন১। উপরে বর্ণিত পরিস্থিতিতে কি কোনো শর্ত পতিত হয়েছে?
প্রশ্ন২। উপরোক্ত বর্ণনা উল্লেখপূর্বক প্রশ্নটি করার ফলে বৈবাহিক সম্পর্কে কি কোনো ক্ষতি হয়েছে?