আসসালামু আলাইকুম শায়েখ,
★আমার তালাক নিয়ে মানসিক সমস্যা আছে। মনের ভিতর প্রায় সময় তালাক - তালাক দিলাম শব্দ আসতে থাকে। দিনের ভিতর যে কতবার তালাক শব্দ মনে আসে তার হিসেব নেই। সবকিছুতেই মনে হয় যেন আমি কেনায়া বাক্য বলছি। ওয়াইফ এর সাথে স্বাভাবিক কথাবার্তা বলার সময় ও মনের মাঝে তালাক দিলাম শব্দ আসতে থাকে। আমার ওসিডি আছে যা এক প্রকার মানসিক রোগ। সবকিছুতেই তালাক হয়ে গেল কিনা ভেবে ভয় হয়। মুখ খুললেই মনে হচ্ছে জিব্বা নড়ে নিঃশব্দে তালাক বলে ফেলছি। যদিও আমি নিজের কানে শুনছি না । মাঝে মাঝে এতটায় সমস্যা ফেস করি যে মুখ চেপে ধরতে হয়, না হলে মনে হয় তালাক শব্দ মুখ দিয়ে বেরিয়ে যাবে। এগুলা হলে কি তালাক পতিত হবে শায়েখ??
★ ★আমার ওয়াইফ এর গলার চেন একজন নিছে। আমার ওয়াইফ এখন চাইলে সে বলছে যে আগামি রবিবার দিবে। কিন্তু আমার ওয়াইফ আজ তার বাবার বাড়ি যাবে বলে চেন কেন দিচ্ছে না সে বিষয়ে আমার সাথে কথা বলছিল। তখন আমি বললাম -
--তুমি রবিবার পর্যন্ত থাকলে থাকো,
নাহলে আজকে যাও,আমি রবিবার তার কাছে থেকে চেন নিয়ে রাখবোনি।--
একথা বলার সময় আমার মনের ভিতর হচ্ছিল আমি যেন আমার ওয়াইফকে তালাক দেবার উদ্দশ্যে এসব কথা বলছি। যেহেতু আমার মনের ভিতর সবসময় তালাকের কথা চলতে থাকে তাই এসব স্বাভাবিক কথার মাঝে ও তালাকের কথা মনে আসাতে কেনায়া বাক্য হয়ে গেল নাকি ভেবে ভয় হচ্ছে।
এরকম স্বাভাবিক যে কোন সাধারন কথা বললেই আমার মনে হয় আমি তালাকের নিয়তে বললাম।
এগুলার জন্য কি তালাক পতিত হবে শায়েখ???