ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাম পরিবর্তন করার প্রয়োজন হলে নামকে পরিবর্তন করা যাবে।তবে অযথা নাম পরিবর্তন করা উচিৎ হবে না।হ্যা, যে কেউ তার নামাকে পরিবর্তন কিংবা সংযোজন ও বিয়োজন করতে পারবে।তবে অথবা নামের পরিবর্তনের দিকে না যাওয়াই উত্তম।
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত।
«وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ بِنْتًا كَانَتْ لِعُمَرَ يُقَالُ لَهَا: عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَمِيلَةً» . رَوَاهُ مُسْلِمٌ.
‘তিনি বলেন, ‘উমার (রাঃ)-এর কন্যাকে ‘আসিয়াহ্ বলা হত। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম পরিবর্তন করে রাখলেন (‘‘জামীলাহ্’’।সহীহ : মুসলিম ১৫-(২১৩৯), ইবনু মাজাহ ৩১৩৩)
মুসলিম-এর অপর বর্ণনায় রয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তুমি তোমার গোলামের নাম ‘রবাহ’, ‘ইয়াসার’, ‘আফলাহ’ কিংবা নাফি‘ নাম রেখ না।(সহীহ : মুসলিম ১১-(২১৩৬), আহমাদ ২০২৪৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আকিকার সময়ে যে নাম রাখা হয়েছে, সেই নামকে প্রয়োজনে পরিবর্তন করা যাবে না।এতে কোনো গোনাহ হবে না।তবে আনোয়ারা নামই তো সুন্দর।এই নামকে পরিবর্তন করা সমুচিত মনে হচ্ছে না।