ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাজের ফরয ১৩ টি
[৭ টি নামাজের বাহিরে ]
১/ শরীর পাক
২/কাপড় পাক
৩/ নামাজের জায়গা পাক
৪/ সতর ডাকা
৫/ কেবলামুখী হওয়া
৬/ নামাজের ওয়াক্ত চেনা
৭/ নিয়্যাত করা
[ ৬ টি নামাজের ভিতরে ]
১/ তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা
২/ দাঁড়াইয়া নামাজ পড়া
৩/ কেরাত পড়া
৪/ রুকু করা
৫/ সেজদা করা
৬/ শেষ বৈঠক
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7490
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কিবলা যেই দিকে রয়েছে, যেমন বাংলাদেশ সহ আরো কিছু দেশের কিবলা হল, পশ্চিম দিক, এখন এই পশ্চিম দিকে কিছু আড় করে দাড়ালেও নামায হবে। তবে পূর্ব দিক কিংবা উত্তর বা দক্ষিণ দিকে দাড়িয়ে নামায পড়লে নামায হবে না। যেহেতু আপনারা ভুল কিবলার দিকে নামায পড়েছেন, তাই আপনাদেরকে ঐ নামায আবার দোহড়িয়ে পড়তে হবে।
আর যদি কিবলার দিকেই সামান্য আড় করে দাড়ান।অর্ধাৎ আপনারা যদি পশ্চিম দিকে দাড়ান, তবে সামান্য আড় হয়ে দাড়ান, তাহলে আপনাদের নামায হয়েছে। নামাযকে দোহড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই।