ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১) আত্মা বিক্রি করা বলতে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করা।এটাই আত্মার বিক্রি।
২)দাজ্জালের আত্মপ্রকাশ এখনও হয়নি।তবে দাজ্জাল কিয়ামতের পূর্বে, কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে দাজ্জাল অবশ্যই আসবে।
৩)রোজা অবস্থায় এয়ার ফ্রেশনার বা ন্যাপথালিন এর গন্ধ নিলে রোজা ভেঙ্গে যাবে কি না? এ সম্পর্কে উলামাদের মতবেদ রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/11319
৪) "আল্লাহ বলেছে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব..... এ কথার ভিত্তিতে আবু তোহার মুহাম্মদ আদনান বলেছেন যারা মুমিন এবং মুশরিক সবারই ডান পাজরের হার বাম পাজরে ঢুকে যাবে!! এ থেকে নাকি কারো রক্ষা নেই!!"
জ্বী, এটা কথা সঠিক।
৫)বিশ্বকাপ দেখতে যেয়ে সেখানে ইসলাম প্রচার করা নববি পদ্ধতির না।কথাটা সঠিক। আজকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলাম,এদেরকে কি কোনো বিশ্বকাপের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে?অবশ্যই না।
তাছাড়া বিশ্বকাপ পরবর্তী কয়জন মানুষ মুসলমান হবে? অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যক হবে না।এমনকি হয়তো হাতে গোনা কয়েকজন বা তার চেয়েও কম হতে পারে।